কার্যকর সমাধান
প্রান্তিক তরুণদের ক্ষমতায়নে ‘তরুণ উদ্যোক্তা মেলা’
বেকারত্ব দূরীকরণে একটি কার্যকর সমাধান হিসেবে ব্যবসায়িক উদ্যোগকে তরুণদের অনুপ্রাণিত ও উৎসাহিত করতে এবং প্রান্তিক তরুণদের ক্ষমতায়নে একটি ‘তরুণ উদ্যোক্তা মেলা’র আয়োজন করে সেভ দ্য চিলড্রেন।
গত ১৪-১৫ জুন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ-এর গুলশান কার্যালয়ের আঙিনায় দুই দিনব্যাপী এই মেলায় বসেছিল ১৪টি স্টল।
আরও পড়ুন: মিয়ানমারে ‘সেনাবাহিনীর হামলা’য় সেভ দ্য চিলড্রেনের ২ কর্মী নিখোঁজ
মেলার উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্যোক্তাদের জন্য তাদের পণ্য প্রদর্শন এবং তাদের ব্যবসার প্রচারের সঙ্গে সঙ্গে আয়ের সুযোগ তৈরি করা।
মেলায় ১৪টি স্টলের প্রতিটিতে দেশের নানা প্রান্ত থেকে আসা ১৪টি ব্যবসায়িক উদ্যোগের পণ্য প্রদর্শন ও বিক্রি করা হয়। যেখানে হস্তশিল্প, কারুপণ্য, আঞ্চলিক খাবার ও পোশাক ইত্যাদি ছিল।
প্রতিটি উদ্যোগই সেভ দ্য চিলড্রেনের অ্যাডুকেশন ফর ইয়ুথ এমপাওয়ারমেন্ট (আই) প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ এবং ব্যবসা উন্নয়নে সহায়তা পেয়েছে।
তরুণ উদ্যোক্তাদের সঙ্গে যুক্ত হতে এবং কেনাকাটার মাধ্যমে তাদের উদ্যোগকে সমর্থন দিতে মেলা জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল।
নার্গিস আক্তার এবং তার সাত বন্ধু তাদের অনলাইন উদ্যোগ ‘তারামেলা’এর অধীনে ঘরে তৈরি খাদ্যপণ্য যেমন ঘি, পিঠা, মাখন, সরিষার তেল ইত্যাদি বিক্রি করতে চট্টগ্রাম থেকে আসেন।
১ বছর আগে