ডিসপোজাল ইউনিট
নাটোরে অধ্যক্ষের নামে আসা পার্সেলে বোমা, নিষ্ক্রিয় করেছে ডিসপোজাল ইউনিট
নাটোরের গুরুদাসপুরে সরকারি বঙ্গবন্ধু টেকনিক্যাল ও আইসিটি ইনস্টিটিউটের অধ্যক্ষের ঘরের দরজায় রাখা বোমাটি নিষ্ক্রিয় করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম ও বোম ডিসপোজাল ইউনিট।
পরিদর্শক শফিউদ্দিন শেখের নেতৃত্বে ১১ সদস্যদের টিম শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে বোমাসহ পার্সেলটি অধ্যক্ষের দরজার সামনে থেকে ক্যাম্পাসের ফাঁকা স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে।
পরে এক ব্রিফিংয়ে দলনেতা শফিউদ্দিন বলেন, পার্সেলের ভেতরে হাতে তৈরি ছোট আকারের বোমা ছিল। বোমাটির আলামত সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন: নাটোরে ট্রেনের ধাক্কায় দম্পতির মৃত্যু
এর আগে শনিবার সকালে কলেজে গিয়ে নিজ দপ্তরের দরজায় তার নামে পাঠানো একটি বড় আকারের আমের পার্সেল দেখতে পান ইনস্টিটিউটের অধ্যক্ষ সাইদুর রহমান। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে রাজশাহী থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরকের আলামতের কথা জানান।
এরপর দিনভর প্রতিষ্ঠানটি ঘিরে রাখে র্যাব ও পুলিশ সদস্যরা।
পরে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ১টার দিকে তা নিষ্ক্রিয় করে।
ইউএনবি’র নাটোর প্রতিনিধি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কোনো মামলাও হয়নি।
আরও পড়ুন: নাটোরে হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক কুষ্টিয়া থেকে উদ্ধার
নাটোরে সদর হাসপাতাল থেকে অভিনব কায়দায় নবজাতক চুরি
১ বছর আগে