তারুণ্যের সমাবেশ
সুষ্ঠু নির্বাচনের জন্য আ.লীগ সরকারকে অপসারণের কোনো বিকল্প নেই: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ‘অবৈধ’ আওয়ামী লীগ সরকারকে অপসারণের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, ‘আমরা বলতে চাই বর্তমান অবৈধ সরকারকে আমরা মানি না। এটি সংবিধান অনুযায়ী বৈধ সরকার নয়।’
শনিবার বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেলস্ পার্ক) বিএনপির তিনটি সহযোগী সংগঠন- যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত বরিশাল বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথীর বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন আয়োজন করাসহ বিরোধী দলের ১০ দফা দাবিতে তরুণদের সমর্থন জোগাতে এই সমাবেশের আয়োজন করা হয়।
এসময় বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, তাদের দল শেখ হাসিনার শাসনামলে নয়, নিরপেক্ষ সরকারের অধীনে একটি বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন চায়। অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করা ছাড়া আর কোনো উপায় নেই।
জনগণের আশা-আকাঙ্খা অনুযায়ী নতুন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে সংসদ ভেঙে দেওয়ারও আহ্বান জানান তিনি।
বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা ও পিরোজপুর থেকে তিনটি সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাবেশে যোগ দেন।
ফখরুল বলেন, গণতন্ত্র ও দেশের স্বাধীনতা পুনরুদ্ধারে শক্তিশালী আন্দোলন প্রয়োজন।
তিনি বিরোধী দলের চলমান আন্দোলনকে সফল করতে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান।
এই বিএনপি নেতা বলেন, ‘তরুণদের জেগে উঠতে হবে এবং ফ্যাসিবাদী ও অবৈধ শাসনকে পরাস্ত করতে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের অবশ্যই বিজয়ী হতে হবে এবং সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সুইজারল্যান্ড সফর ‘অত্যন্ত রহস্যময়’: রিজভী
১ বছর আগে
বগুড়ায় সোমবার ‘তারুণ্যের সমাবেশ’
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বাকস্বাধীনতা রক্ষা ও দেশবাঁচাতে ১৬ জেলার তারুণ্যের সমাবেশ সোমবার (১৯ শে জুন) বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিকাল ৩টায় অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করবেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি- সুলতান সালাউদ্দিন টুকু।
আরও পড়ুন: বগুড়ায় সিএনজি’র ধাক্কায় স্কুলছাত্রী নিহত
উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা নেতৃবৃন্দ।
সমাবেশ সফল করতে রবিবার (১৮ জুন) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বগুড়ায় স্মরণীয় সমাবেশ হবে।
তিনি বলেন, এ সমাবেশ বাধাগ্রস্ত করতে পুলিশ ধুনটে শনিবার রাতে থানায় একটি গায়েবী মামলা করেছে। এ মামলায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের ১৬ জনের নাম উল্লেখ করে বহু নেতাকর্মীর নামে মিথ্যা এজাহার দায়ের করেছে।
তিনি বলেন, এ ছাড়া বিভিন্ন জেলা ও উপজেলায় নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী, হয়রানী ও গ্রেপ্তার করছে।
তিনি পুলিশের এ সব কর্মকাণ্ড বন্ধের জোর দাবি জানান।
তিনি বলেন, বিগত ১৫ বছর ধরে তরুণ ভোটাররা ভোট দিতে পারছে না। আওয়ামী লীগ ছাড়া কোন চাকরি দেওয়া হয় না। কোনো বাধা তারুণ্যের সমাবেশ ঠেকাতে পারবে না। বগুড়ায় সবচেয়ে বড় সমাবেশ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
সব ধরনের বাধা উপেক্ষা করে সমাবেশ সফল করতে তিনি তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। তাই তরুণ সমাজের প্রতি আহ্বান আসুন এ সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী, ছাত্রদলের সভাপতিকাজী রওনকুল ইসলাম শ্রাবণ, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম ও কেএম খায়রুল বাশারসহ জেলা নেতৃবৃন্দ প্রমুখ।
আরও পড়ুন: বগুড়ায় হালখাতার মাইক টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বগুড়ায় গণতন্ত্র মঞ্চের রোডমার্চের গাড়িবহরে হামলার অভিযোগ
১ বছর আগে