বঙ্গবন্ধুর ম্যুরাল
বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য, ঢাকায় কাটাখালীর মেয়র আটক
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করেছে র্যাব। বুধবার সকালে রাজধানীর ইশা খাঁ হোটেল থেকে তাকে আটক করা হয়।
র্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
ইউএনবির রাজশাহী প্রতিনিধি জানান, গত ২১ নভেম্বর রাত থেকে বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে পৌর মেয়র আব্বাসের বিতর্কিত বক্তব্যের অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক মিনিট ৫১ সেকেন্ডের অডিও ক্লিপে মেয়র আব্বাসকে বলতে শোনা যায়, ‘কাটাখালীতে সিটি গেটটি দ্রুত নির্মাণ হবে। তবে আমরা যে ফার্মকে কাজটি দিয়েছি, তারা গেটের ওপরে বঙ্গবন্ধুর যে ম্যুরাল বসানোর ডিজাইন দিয়েছে, সেটি ইসলামি দৃষ্টিতে সঠিক না। এটি করলে পাপ হবে। তাই আমি সেটিকে বাদ দিতে বলেছি।’
আরও পড়ুন: শাবিপ্রবিতেই সিলেট বিভাগের প্রথম বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মিত হয়
পরে ২২ নভেম্বর রাতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল মোমিন নগরের বোয়ালিয়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন। রাতেই সেই মামলা রেকর্ড করে তদন্ত শুরু করে পুলিশ।
এরপর গত ২৬ নভেম্বর বিকালে অজ্ঞাত স্থান থেকে ফেসবুক লাইভে তিনি বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে বিতর্কিত বক্তব্যের জন্য স্বীকারোক্তি দেন। প্রায় ২০ মিনিটের ফেসবুক লাইভে তিনি বলেন, এক বড় হুজুরের আপত্তির কারণে এসব মন্তব্য করেছিলেন।
আরও পড়ুন: প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে কাটাখালী পৌরসভা আওয়ামী লীগের পদ থেকে তাকে বহিস্কার করা হয়। একই সাথে আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে স্থায়ীভাবে বহিস্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করে জেলা আওয়ামী লীগ।
সোমবার রাতে মেয়র আব্বাসের ব্যক্তিগত সহকারী লিটনকে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে নেয়া হয়। তার দেয়া তথ্যে পুলিশ আব্বাসের অবস্থান জানতে পারে।
২ বছর আগে
শাবিপ্রবিতেই সিলেট বিভাগের প্রথম বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মিত হয়
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েই নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটি (ম্যুরাল) ই সিলেট বিভাগের বঙ্গবন্ধুর প্রথম ম্যুরাল।
২০১৬ সালের ১৩ আগস্ট ম্যুরাল উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল মান্নান ও শাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূইয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবিতে এই ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ‘কিলোরোড’ পেরিয়ে গোলচত্বর। গোলচত্বর ও প্রশাসনিক ভবন-২ এর মাঝে ম্যুরালটির অবস্থান। ফলে আনমনে ক্যাম্পাসে চলাচলরত যে কারও নজরে পড়ে ম্যুরালটি। মনে হয় শির উঁচু করে এখানে দাঁড়িয়ে আছেন ‘বঙ্গবন্ধু’।
আরও পড়ুন: করোনা : শাবির ল্যাবে শনাক্তের হার ১৮ দশমিক ৮৭ শতাংশ
রড-সিমেন্ট ও সিরামিক টাইলস দিয়ে তৈরি ম্যুরালটির উচ্চতা ৬ ফুট বাই ১০ ফুট আর মূল বেদী ৪০ ফুট বাই ২৫ ফুট। প্রায় ১২ লাখ ৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিকৃতির ডিজাইনার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থাপত্য শিল্পী শেখ নাঈম উদ্দিন টিপু।
বিশ্ববিদ্যালয়ের সবুজ সমারোহে নান্দনিক স্থাপত্যে নির্মিত এ ম্যুরালটির চারদিক ঘিরে রেখেছে অসংখ্য কদম, কৃষ্ণচূড়া, কড়ইসহ বিভিন্ন প্রজাতির গাছ। যা ক্যাম্পাসের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে।
ম্যুরালের পাদদেশে এসে শিক্ষক-শিক্ষার্থীরা শোক দিবস ও বিভিন্ন জাতীয় দিবসগুলোতে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমেই শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ বঙ্গবন্ধুর ম্যুরালটি নির্মাণ করা হয়েছিল। ক্যাম্পাসে প্রবেশ এবং বেরিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের প্রতিদিনই চোখের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রতিভাত হয়। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক সময়ে অগণিত দর্শনার্থী বঙ্গবন্ধুর ম্যুরাল দেখতে আসেন ও শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুর: শাবিপ্রবিকে সিসিকের আওতায় আনার সিদ্ধান্ত
শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘জাতির পিতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন স্বরুপ এ ম্যুরালটি
নির্মাণ করা হয়েছে। এ ম্যুরালটির মাধ্যমে শাবিপ্রবি পরিবারের সকল সদস্য প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে স্মরণ করবে এবং বঙ্গবন্ধুর আদর্শকে অনুসরণ করে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করবে এ প্রত্যাশা করি।’
৩ বছর আগে
প্রতিটি ইউনিয়নে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের প্রতিটি ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
৩ বছর আগে
কুমিল্লায় বঙ্গবন্ধুর ম্যুরাল ভুলভাবে উপস্থাপন
কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ভুল ইতিহাস উপস্থাপন করা হয়েছে।
৪ বছর আগে
মুজিববর্ষে ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক: আইজিপি
মুজিববর্ষে দেশের ৭০০ থানায় চারটি করে হেল্প ডেস্ক স্থাপন করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
৪ বছর আগে