৬-১২ শ্রেণিতে ভর্তি
২০০৯ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ৬-১২ শ্রেণিতে ভর্তি বেড়েছে ৫২.৫%: দীপু মনি
শিক্ষামন্ত্রী দীপু মনি মঙ্গলবার সংসদে বলেছেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন তিন মেয়াদের সরকারের সময় বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা প্রশংসনীয়ভাবে ৫২ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সাধারণত, বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশগুলোকে এই শ্রেণিগুলোতে শিক্ষার্থীদের ধরে রাখতে লড়াই করতে হয়। শিক্ষার্থীরা পঞ্চম শ্রেণি পাস করার পরে দরিদ্র বাবা-মা প্রায়শই তাদের স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে কাজে লাগায়, বা কাজের সন্ধান করে।
শিক্ষামন্ত্রী এই সাফল্যের জন্য সরকারের 'দরিদ্রবান্ধব' উদ্যোগকে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: ২০২৬ সালে নতুন কারিকুলামে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে: দীপু মনি
সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
দীপু মনি বলেন, বর্তমান সরকারের তিন মেয়াদে প্রায় সাড়ে পাঁচ হাজার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে মান্থলি পেমেন্ট অর্ডারের (এমপিও) আওতায় তালিকাভুক্ত করা হয়েছে।
সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সারাদেশে ৭০১টি সরকারি কলেজ আছে, যেখানে মোট ২৫ লাখ ৫৮ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ১২ লাখ ৯৭ হাজার এবং ছাত্রীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার।
আরও পড়ুন: এসএসসির প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই: দীপু মনি
স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা প্রণয়ন করাই সরকারের লক্ষ্য: দীপু মনি
১ বছর আগে