ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ
ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ: সমাজের বিভিন্ন স্তরের বাংলাদেশিরা বৈচিত্র্য ও সহাবস্থানের কথা বললেন
জাতিসংঘ বাংলাদেশে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরি করেছে, যেখানে রক ব্যান্ড নেমেসিসের প্রধান ব্যক্তি জোহাদ চৌধুরী, নৃত্যশিল্পী হৃদি শেখ, ব্যান্ড এফ মাইনর এবং সমাজের বিভিন্ন স্তরের আরও অনেক বাংলাদেশি সন্মান, বৈচিত্র্য ও সহাবস্থানের অর্থ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
২১ জুন বাংলাদেশে জাতিসংঘের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারে প্রকাশিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে আন্তর্জাতিক দিবস উপলক্ষে তৈরি করা হয়।
২০২২ সালে প্রথমবারের মতো পালিত ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে জাতিসংঘের আন্তর্জাতিক দিবস হলো, ঘৃণামূলক বক্তব্যের কারণে সৃষ্ট ঝুঁকি এবং অনলাইন ও অফলাইন— উভয় ক্ষেত্রে সহাবস্থান ও অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর একটি দারুণ সুযোগ।
আরও পড়ুন: ঘৃণামূলক বক্তব্য, গুজব, ভুল তথ্য ও বিভ্রান্তির বিস্তার কমানোর উপায় অনুসন্ধান করছে জাতিসংঘ
‘ইউনাইটেড ন্যাশন্স স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যান অব অ্যাকশন অন হেট স্পিচ’ অথবা ঘৃণামূলক বক্তব্য বিষয়ে জাতিসংঘের কৌশল ও কর্ম পরিকল্পনা অনুযায়ী, ‘ঘৃণামূলক বক্তব্য’ বলতে বোঝায়- ‘বক্তব্য, লেখা বা আচরণের মাধ্যমে যেকোনো ধরনের যোগাযোগ, যা কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে তাদের পরিচয়ের ভিত্তিতে আক্রমণ করে। অন্যভাবে বলা যায়- তাদের ধর্ম, জাতিসত্ত্বা, জাতীয়তা, গোত্র, বর্ণ, বংশ, লিঙ্গ বা অন্যান্য পরিচয়ের ভিত্তিতে আক্রমণ করে অথবা তাদের প্রতি মর্যাদাহানিকর বা বৈষম্যমূলক ভাষা ব্যবহার করে।’
ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধে আন্তর্জাতিক দিবসে তার বার্তায় জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ‘… আমরা যেহেতু ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ দিবস উদযাপন করছি, তাই আসুন অন্তর্ভুক্তিমূলক, ন্যায়পরায়ণ ও শান্তিপূর্ণ কমিউনিটি ও সমাজের কথা তুলে ধরি। সবার অধিকার ও মর্যাদা রক্ষা করার পাশপাশি এই বিষাক্ত ও ধ্বংসাত্মক বিষয়গুলো প্রতিরোধ ও অবসানে আমরা নতুন করে আমাদের প্রচেষ্টা শুরু করি।’
তিনি আরও বলেন, ‘আমরা এর বিপদ সম্পর্কে সচেতনতা বাড়াতে পারি এবং এটিকে প্রতিরোধ ও এর সবগুলো ধরনের অবসান ঘটাতে কাজ করতে পারি।’
ভিডিওটি দেখা যাবে ইউটিউব প্ল্যাটফর্মের এই ঠিকানায়- https://www.youtube.com/watch?v=amGnp6L7L60&ab_channel=UnitedNationsinBangladesh
আরও পড়ুন: ভুয়া খবর ও ঘৃণামূলক বক্তব্য নিয়ে শনিবার রাজধানীতে আলোচনা
ফেসবুকে রোহিঙ্গা বিরোধী ঘৃণামূলক বক্তব্য রোধে ব্যর্থ হয়েছে মেটা, অ্যামনেস্টির নিন্দা
১ বছর আগে