হোয়াইটওয়াশ
ব্যাট নিয়েছে আফগানিস্তান, ৩ পরিবর্তন এনেছে বাংলাদেশ
চট্টগ্রামে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তান।
একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। গত ম্যাচে হাঁটুতে চোট পাওয়া ইবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদের জায়গায় দলে এসেছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম।
এই ম্যাচের জন্য দুটি পরিবর্তন এনেছে আফগানিস্তান। স্পিনার রশিদ খান ও মোহাম্মদ সেলিমকে বিশ্রামে পাঠিয়ে দলে আবদুর রহমান ও জিয়া আকবরকে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: লিটন দাস বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক
আগের ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৩১ রান করে আফগানিস্তান। বাংলাদেশ সেই রান তাড়া করতে ব্যর্থ হওয়ায় আফগানিস্তানের কাছে তাদের প্রথম ওয়ানডে সিরিজ হেরে যায়।
প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ডিএল পদ্ধতিতে ১৭ রানে হেরে যায় বাংলাদেশ।
ওয়ানডে সিরিজ শেষে সিলেটে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল।
আরও পড়ুন: বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই প্রথম ওয়ানডে সিরিজ জয় আফগানিস্তানের
বাংলাদেশ একাদশ
মোহাম্মদ নাঈম, লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম
আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ (উইকেট রক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), মোহাম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আবদুর রহমান ও জিয়া আকবর
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষের বাকি ম্যাচগুলো থেকে বাদ পড়েছেন এবাদত
১ বছর আগে
৩য় ওয়ানডে: হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও বুধবার হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ। চলমান ওয়ানডে সিরিজে টস জিতে তৃতীয়বারের মতো বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে স্বাগতিকরা।
সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে যাওয়ায় আজ টাইগারদের চোখ রাঙাচ্ছে হোয়াইটওয়াশ।
প্রথম ম্যাচে ৩০৩ ও দ্বিতীয় ম্যাচে ২৯০ রান করে বাংলাদেশ। দু’ম্যাচেই স্বাগতিকরা পাঁচ উইকেট জয় তুলে নেয়। উভয় ম্যাচেই জিম্বাবুয়ের অলরাউন্ডার সিকান্দার রাজা দুর্দান্ত শতক হাঁকান।
লিটন দাস ইনজুরিতে পড়ায় নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
আজকের ম্যাচটি বাংলাদেশের ৪০০তম ওয়ানডে। যুগান্তকারী এই অর্জনে জয় পেতে মরিয়া তামিম ইকবাল বাহিনী।
বাংলাদেশ একাদশে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদের জায়গায় এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান একাদশে সুযোগ পেয়েছেন।
সিকান্দার রাজা আজ জিম্বাবুযয়ে দলের নেতৃত্ব দিচ্ছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, তাকুদজওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেট রক্ষক), টনি মুনয়োঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, রিচার্ড এনগারাভা
পড়ুন: ৯ বছর পর বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় জিম্বাবুয়ের
২ বছর আগে
উইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে শনিবার রাতে তৃতীয় ওয়ানডেতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে চার উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ছয় উইকেট ও নয় উইকেটে জয় পায় বাংলাদেশ। ফলে স্বাগতিকদের ঘরের মাঠে ধবলধোলাই করল তামিম ইকবাল বাহিনী।
দুই বছরের বেশি সময় পর ওয়ানডে দলে সুযোগ পেয়ে বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের পাঁচ উইকেটের কল্যাণে সফরকারীদের ১৭৮ রানে আটকে রাখেন টাইগার বোলাররা।
তাইজুলের ২৮ রানে পাঁচ উইকেট বাংলাদেশি স্পিনারের মধ্যে ওয়ানডেতে সেরা বোলিংয়ের রেকর্ড। আগের সেরা আব্দুর রাজ্জাক ২০০৯ সালে ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক নিকোলাস পুরানের ৭৩ রানের লড়াকু ইনিংসে ১৭৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের স্পিনাররা স্বাগতিক ব্যাটসম্যানদের খুব স্বাচ্ছন্দে খেলতে দেননি। নাসুম ও মুস্তাফিজ নেন দুটি করে উইকেট। মোসাদ্দেক এক উইকেট পেলেও ১০ ওভারে মাত্র ২৩ রান দেন।
জবাবে ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে লিটন দাসের অর্ধশত, তামিম ইকবালের ৩৪ এবং নুরুল হাসানের ৩২ রানের ওপর ভর করে ৪৮.৩ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
স্বাগতিকদের বাঁহাতি অর্থোডক্স স্পিনার গুদাকেশ মতি ১০ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট শিকার করেন।
এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল বাংলাদেশ।
পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে ‘এ’ দলে সাব্বির-সৌম্য
ওয়েস্ট ইন্ডিজে জয়ের দেখা পেল বাংলাদেশ
২ বছর আগে
পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সব ক’টি ম্যাচ হেরে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৪৭ রান করেন মোহাম্মদ নাঈম। ৫০ বল খেলে দুই চার ও দুই ছয়ের মারে তিনি এ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও হাইদার আলী পাকিস্তানকে জয়ের অনেকটাই কাছে নিয়ে যান। তবে জয়ের জন্য পাকিস্তানকে শেষ বল পর্যন্ত খেলতে হয়।
শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ শেষ ওভার করতে এসে তিন উইকেট নিয়েও দলের পরাজয় ঠেকাতে পারেননি। রুদ্ধশ্বাস এ ম্যাচে পাকিস্তান জয় পায় পাঁচ উইকেটে।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন হায়দার আলী। এছাড়া মোহাম্মদ রিজওয়ান করেন ৪০ রান। বাংলাদেশেরে হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন মাহমুদউল্লাহ।
এর আগে ২-০ তে এগিয়ে থেকে সিরিজ জিতে নেয় বাবর আজমের দল।
আরও পড়ুন: তৃতীয় টি-টোয়েন্টি: টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
শেষ টি-টোয়েন্টির দলে কামরুল-ইমন
২ বছর আগে
টি-টুয়েন্টিতেও হোয়াইটওয়াশ টাইগাররা
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০ ওভারে ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অকল্যান্ডে বৃহস্পতিবার ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর ফলে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল কিইউরা।
এর আগে বৃষ্টির কারণে ম্যাচ পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। রান তাড়ায় নেমে ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে নিউজ্যিলান্ডের মাটিতে টানা ৩২ ম্যাচ হারল টাইগাররা।
আরও পড়ুন: প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বে লিটন দাস
ঊরুর চোটে অধিনায়ক মাহমুদউল্লাহ’র অনুপস্থিতিতে আজকে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজও হারল বাংলাদেশ
অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। ৩ ওভারের পাওয়ার প্লেতে স্বাগতিকরা তুলে নেন ৪৩ রান। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে শরিফুল, তাসকিন, মেহেদি একটি করে উইকেট নেন।
১৪২ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ওভারেই টিম সাউদির ফিরতি ক্যাচের শিকার সৌম্য সরকার। উড়ন্ত সূচনা করতে গিয়ে ৪ বলে ২ বাউন্ডারিতে সৌম্য তখন ১০ রানে। তার ঠিক পরের বলেই সাউদির বলে বোল্ড হন অধিনায়ক লিটন (১ বলে ০)। এরপর ১৯ রান করা মোহাম্মদ নাঈমকে ফেরান স্পিনার টড অ্যাস্টল।
আরও পড়ুন: দ্বিতীয় টি২০: ১৭১ রানের টার্গেট পেল বাংলাদেশ
পরে অ্যাস্টল একে একে নাজমুল হোসেন শান্ত (৬ বলে ৮), আফিফ হোসেন ধ্রুব (৬ বলে ৮), মাহেদি হাসানকে (২ বলে ০) ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১*, তাসকিন ২৪/১, শরিফুল ২১/১, মেহেদি ৩৪/১)।
বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬ (নাঈম ১৯, সৌম্য ১০, মোসাদ্দেক ১৩, সাউদি ১৫/৩, ফার্গুসন ১৩/১, অ্যাস্টল ১৩/৪, ফিলিপস ১১/১)।
ফল: নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফিন অ্যালেন
ম্যান অব দা সিরিজ: গ্লেন ফিলিপস
৩ বছর আগে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেই সিরিজ জিতল বাংলাদেশ
প্রথম দুই ম্যাচের পর তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে জয়ের মাধ্যমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
৩ বছর আগে
হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ খেলাটিও জিতে নিয়ে সফররত ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ।
৩ বছর আগে
টি২০ সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ
টি২০ সিরিজেও সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।
৪ বছর আগে
শেষ টি২০: টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক, নেই তামিম
হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে বুধবার দ্বিতীয় ও শেষ টি২০তে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
৪ বছর আগে
হোয়াইটওয়াশের লজ্জার মুখোমুখি বাংলাদেশ
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জার মুখোমুখি দাঁড়িয়ে বাংলাদেশ।
৪ বছর আগে