নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১০ ওভারে ১৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অকল্যান্ডে বৃহস্পতিবার ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এর ফলে ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল কিইউরা।
এর আগে বৃষ্টির কারণে ম্যাচ পরিণত হয়েছিল ১০ ওভারের ম্যাচে। রান তাড়ায় নেমে ১০ ওভারও টিকতে পারল না টাইগাররা। কার্টেল ওভারের ম্যাচে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সব সংস্করণ মিলিয়ে নিউজ্যিলান্ডের মাটিতে টানা ৩২ ম্যাচ হারল টাইগাররা।
আরও পড়ুন: প্রথমবারের মতো জাতীয় দলের নেতৃত্বে লিটন দাস
ঊরুর চোটে অধিনায়ক মাহমুদউল্লাহ’র অনুপস্থিতিতে আজকে দলকে নেতৃত্ব দেন লিটন দাস।
আরও পড়ুন: নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজও হারল বাংলাদেশ
অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ও ফিন অ্যালেনের ব্যাটে উড়ন্ত সূচনা পায় নিউজিল্যান্ড। ৩ ওভারের পাওয়ার প্লেতে স্বাগতিকরা তুলে নেন ৪৩ রান। শেষ পর্যন্ত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তুলে স্বাগতিকরা। বাংলাদেশের পক্ষে শরিফুল, তাসকিন, মেহেদি একটি করে উইকেট নেন।
১৪২ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। প্রথম ওভারেই টিম সাউদির ফিরতি ক্যাচের শিকার সৌম্য সরকার। উড়ন্ত সূচনা করতে গিয়ে ৪ বলে ২ বাউন্ডারিতে সৌম্য তখন ১০ রানে। তার ঠিক পরের বলেই সাউদির বলে বোল্ড হন অধিনায়ক লিটন (১ বলে ০)। এরপর ১৯ রান করা মোহাম্মদ নাঈমকে ফেরান স্পিনার টড অ্যাস্টল।
আরও পড়ুন: দ্বিতীয় টি২০: ১৭১ রানের টার্গেট পেল বাংলাদেশ
পরে অ্যাস্টল একে একে নাজমুল হোসেন শান্ত (৬ বলে ৮), আফিফ হোসেন ধ্রুব (৬ বলে ৮), মাহেদি হাসানকে (২ বলে ০) ফিরিয়ে দেন। শেষ পর্যন্ত ৯.৩ ওভারে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৪১/৪ (গাপটিল ৪৪, অ্যালেন ৭১, ফিলিপস ১৪, মিচেল ১১*, তাসকিন ২৪/১, শরিফুল ২১/১, মেহেদি ৩৪/১)।
বাংলাদেশ: ৯.৩ ওভারে ৭৬ (নাঈম ১৯, সৌম্য ১০, মোসাদ্দেক ১৩, সাউদি ১৫/৩, ফার্গুসন ১৩/১, অ্যাস্টল ১৩/৪, ফিলিপস ১১/১)।
ফল: নিউজিল্যান্ড ৬৫ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফিন অ্যালেন
ম্যান অব দা সিরিজ: গ্লেন ফিলিপস