লুডু খেলা
সিরাজগঞ্জে মোবাইল ফোনে লুডু খেলা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহতের অভিযোগ
সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়িপাড়া গ্রামে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহত আব্দুল কুদ্দুস প্রামানিক (৬৯) ওই গ্রামের মৃত বয়েজ প্রামানিকের ছেলে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ভটভটির ধাক্কায় বৃদ্ধ নিহত
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই গ্রামের বুদ্দু মিয়ার বসতবাড়ির আঙ্গিনায় মোবাইল ফোনে লুডু খেলছিল নিহত কুদ্দুসের নাতি সাদ্দাম ও তার বন্ধুরা।
এ খেলায় বিজয়ী দল আনন্দ-উল্লাস শুরু করলে প্রতিবেশীরা খেলোয়াড়দের অকথ্য ভাষায় গালিগালাজ করে। এ সময় সাদ্দাম ও তার বন্ধুরা প্রতিবাদ করলে মোতালেব ও তার মামাতো ভাই আব্দুল্লাহ তাদেরকে বেদম মারপিট করে।
এক পর্যায়ে তাদের চিৎকারে সাদ্দামের দাদা কুদ্দুস প্রামাণিক ঘটনাস্থলে গেলে তাকেও লাঠি দিয়ে বেদম মারপিট করা হয়।
তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠান এবং মোতালেব ও তার মামাতো ভাই আব্দুল্লাহকে আটক করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন: ওসমানীনগরে গাড়ির ধাক্কায় বৃদ্ধ নিহত
নারায়ণগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৬৫ বছরের বৃদ্ধ নিহত
১ বছর আগে