সাপের কামড়
দিনাজপুরে সাপের কামড়ে নারীর মৃত্যু
দিনাজপুরের ফুলবাড়ীতে সাপের কামড়ে জামিরুন বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৫ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মইজান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত জামিরুন বেগম (৬০) ওই গ্রামের মোজাম্মেল সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ পায়ের যন্ত্রণায় ঘুম ভাঙে জামিরুনের। কিন্তু সাপে কামড় দিয়েছে বুঝতে না পারায় চিকিৎসকের কাছে আর যাননি তিনি। এর আধঘণ্টা পরেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, সাপের কামড়ে মৃত্যুর খবর পেয়ে বুধবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কোনো অভিযোগ আসেনি। তবে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা করা হয়েছে।
৫ মাস আগে
দিনাজপুরে সাপের কামড়ে ২ কৃষকের মৃত্যু
দিনাজপুরের বিরল ও বীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ২ কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এবং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২, আহত ১
কৃষক রণজিত চন্দ্র শীল (৩৮) গোবিন্দপুর গ্রামের মৃত কালিন্দ্র চন্দ্র শীলের ছেলে এবং কৃষক আব্দুর রউফ (৫৫) চাউলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে।
ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন জানান, রণজিত চন্দ্র শীল নামে একজন কৃষক জমিতে আগাছা নিড়ানোর সময় সাপে কাটে। পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ছাড়াও বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে আব্দুর রউফ নামে আরেকজন কৃষক গবাদি পশুকে খাওয়ানোর জন্য খড়ের পালা থেকে খড় নেওয়ার সময় সাপে কাটে।
পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা গেছে সে।
আরও পড়ুন: রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে ডব্লিউএইচও-এর প্রথম নির্দেশিকা প্রকাশ
১ বছর আগে
সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে ডব্লিউএইচও-এর প্রথম নির্দেশিকা প্রকাশ
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সাপের কামড়ের চিকিৎসার জন্য ডব্লিউএইচও পাবলিক-বেনিফিট টার্গেট প্রোডাক্ট প্রোফাইলের (টিপিপি) প্রথম একটি সিরিজ প্রকাশ করেছে, যাতে বাজারে পাওয়া অ্যান্টিভেনমের গুণমান উন্নত করা যায়। এই ধরনের পণ্যের গুণমান উন্নত করার জন্য এটিই প্রথম নির্দেশিকা। টিপিপি হলো একটি নথি যা নিয়ন্ত্রক, নির্মাতা, গবেষক এবং সংগ্রহকারী সংস্থাগুলোকে নির্দিষ্ট ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট পণ্যগুলোর ন্যূনতম এবং সর্বোত্তম বৈশিষ্ট্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে।
এক্ষেত্রে বিভিন্ন ধরণের সাপের কারণে সৃষ্ট অ্যান্টিভেনমগুলো সাহারান আফ্রিকান সাপের কামড়ের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। টিপিপিগুলো নিশ্চিত করতে সাহায্য করে যে পণ্যগুলো ঝুঁকিপূর্ণ জনসংখ্যার চিকিৎসার চাহিদা মেটানোর জন্য ডিজাইন এবং তৈরি করা হয়েছে। এবং এটি ‘ব্যবহারের জন্য উপযুক্ত’ - যেমন, নিরাপদ, কার্যকর এবং ব্যবহারের পরিবেশের সঙ্গে অভিযোজিত।
একটি উচ্চমানের অ্যান্টিভেনম প্রতি বছর সাপে কামড়ানো প্রায় ৫৪ লাখ মানুষের জন্য সর্বোত্তম উপলব্ধ চিকিৎসা সেবা সরবরাহ করে। নিরাপদ, কার্যকর অ্যান্টিভেনমগুলো সাপের কামড়ের কারণে অনেকের মধ্যে ৮৩ হাজার থেকে ১ লাখ ৩৮০০০ জনের মৃত্যুকে প্রতিরোধ করতে পারে এবং গুরুতর অক্ষমতার তীব্রতা হ্রাস করতে পারে যা আরও হাজার হাজার শিকারকে প্রভাবিত করে।
আরও পড়ুন:সাজেকে সাপের কামড়ে ক্ষুদ্র নৃ গোষ্ঠী যুবকের মৃত্যু
ডব্লিওএইচও গ্লোবাল এনটিডি প্রোগ্রামের পরিচালক ডা. সোস ফল বলেছেন, ‘উচ্চ মানের, নিরাপদ এবং কার্যকর অ্যান্টিভেনমের অ্যাক্সেস ইক্যুইটির একটি সমস্যা এবং এই সমালোচনামূলক কাজটি এটিকে বাস্তবে পরিণত করতে সক্ষম হওয়ার জন্য আমাদের এক ধাপ এগিয়ে নিয়ে আসে’।
অ্যান্টিভেনমগুলো প্রায় ১৩০ বছর ধরে তৈরি করা হয়েছে এবং উল্লেখযোগ্যভাবে এখনও, অবধি, সুরক্ষা, কার্যকারিতা এবং কার্যকরী ব্যবহারের জন্য সঠিক প্রয়োজনীয়তা পূরণ করে এমন উচ্চ মানের পণ্য কীভাবে ডিজাইন এবং তৈরি করা যায় সে সম্পর্কে কোনও নির্দেশিকা নেই।
বিভিন্ন ধরণের প্রচলিত প্রাণীর প্লাজমা থেকে প্রাপ্ত অ্যান্টিভেনমের জন্য চারটি টিপিপি
এর মধ্যে প্রথমটি এমন পণ্যগুলো সাব-সাহারান আফ্রিকা জুড়ে সাপের কামড়ের কারণ নির্বিশেষে সাপের কামড়ের চিকিৎসার জন্যব্যা পকভাবে ব্যবহারের উদ্দেশ্যে। দ্বিতীয়টি হলো একটি একক প্রজাতির সাপের কামড়ের চিকিৎসার জন্য। এই উভয় বিভাগের পণ্য বর্তমানে বাজারে রয়েছে।
আরও পড়ুন: মাগুরায় সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু
অন্য দুটি বিভাগ এমন পণ্যগুলোর জন্য যেগুলো সাব-সাহারান আফ্রিকায় এখনও বিদ্যমান নেই, তবে বিশ্বের অন্যান্য অংশ থেকে প্রমাণ পাওয়া যায় যে উন্নত হলে তাদের একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই ধরনের নতুন পণ্যগুলোর মধ্যে একটি অ্যান্টিভেনমগুলোর জন্য যেখানে সাপের কামড় প্রধানত নিউরোটক্সিক প্রভাবে প্রভাবিত একটি সিন্ড্রোম সৃষ্টি করে, অন্যটি নন-নিউরোটক্সিক সাপের কামড়ের সিনড্রোমগুলোর জন্য যা রক্ত জমাট বাঁধা বা প্যারালাইটিক প্রভাব ছাড়াই টিস্যু নেক্রোসিসের প্রভাব জড়িত।
এই টিপিপি’র প্রস্তুতকারক, নিয়ন্ত্রক, ক্রয় সংস্থা, চিকিৎকক এবং গবেষকদের নির্দেশিকা প্রদানের উদ্দেশ্যে এবং অ্যান্টিভেনমের গুণমান, সুরক্ষা এবং কার্যকারিতা এবং এইভাবে সাপের কামড়ের আরও ভাল চিকিৎসার উন্নতিতে অবদান রাখবে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
১ বছর আগে
রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজের শোবার ঘরে সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) রাতে উপজেলার বাঁচোর ইউনিয়নের টেকিয়া মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম (৪৬) ওই গ্রামের মৃত জমশেদ মোড়লের ছেলে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সাপের কামড়ে বউ-শাশুড়ির মৃত্যু
জাহাঙ্গীর আলমের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার ভোররাতে নিজ ঘরের শয়নকক্ষে সাপে কামড়ালে প্রথমে বুঝতে না পেরে স্থানীয় ওঝার কাছে ঝাড়ফুঁক করান।
অবস্থার অবনতি হলে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঁচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্র নাথ বলেন, মহেষপুর এলাকার কৃষক জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে তার পরিবার আমাকে জানিয়েছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মণ্ডল জানান, জাহাঙ্গীর আলম সাপের কামড়ে মারা গেছেন বলে হাসপাতালের চিকিৎসক নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
১ বছর আগে