দিনাজপুরের বিরল ও বীরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে ২ কৃষক মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ধামইর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এবং ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে ঘটনা দুইটি ঘটে।
আরও পড়ুন: সাপের কামড়ে স্কুলছাত্রীসহ নিহত ২, আহত ১
কৃষক রণজিত চন্দ্র শীল (৩৮) গোবিন্দপুর গ্রামের মৃত কালিন্দ্র চন্দ্র শীলের ছেলে এবং কৃষক আব্দুর রউফ (৫৫) চাউলিয়া উত্তরপাড়া গ্রামের মৃত কালু মোহাম্মদের ছেলে।
ধামইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দীন জানান, রণজিত চন্দ্র শীল নামে একজন কৃষক জমিতে আগাছা নিড়ানোর সময় সাপে কাটে। পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ছাড়াও বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া উত্তরপাড়া গ্রামে আব্দুর রউফ নামে আরেকজন কৃষক গবাদি পশুকে খাওয়ানোর জন্য খড়ের পালা থেকে খড় নেওয়ার সময় সাপে কাটে।
পরে তাকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে মারা গেছে সে।
আরও পড়ুন: রাণীশংকৈলে সাপের কামড়ে কৃষকের মৃত্যু
সাপের কামড়ের চিকিৎসা বিষয়ে ডব্লিউএইচও-এর প্রথম নির্দেশিকা প্রকাশ