২ শ্রমিক
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সিমেন্ট ভর্তি একটি ট্রাক উল্টে মো. ফানু আলী ও আব্দুর রাজ্জাক খুদু নামে দুইজন শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পিরোজপুরের ইদ্রিস আলীর ছেলে মো. ফানু আলী (৪৫) ও হেরাস আলীর ছেলে আব্দুর রাজ্জাক খুদু (৫৫)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন ও ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাদেরী কিবরিয়া জানান, শুক্রবার সকালে ট্রাকটি পিরোজপুর থেকে বারিক বাজার যাচ্ছিল। এ সময় সোনাপুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে জলাধারে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন শ্রমিক নিহত হন। আহত হন চারজন।
ওসি সাজ্জাদ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাক-প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২ মাস আগে
তালায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭
সাতক্ষীরার তালায় ধানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন শ্রমিক।
শনিবার (১৮ মে) সকাল সাড়ে ৬টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার হরিশ্চেন্দ্রকাটী সরদারবাড়ী বটতলা এলাকায় ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শেরপুরে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে ২ কিশোর নিহত
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩০)।
আহত ধানকাটা শ্রমিক জাহিদুল ইসলাম বলেন, কয়রা এলাকা থেকে তারা ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে যান। ধান কাটার মজুরি হিসেবে ২৫ থেকে ৩০ মণ ধান পান তারা। সেসব ধান নিয়েই ট্রাকে বাড়ি ফেরার পথে ট্রাক উল্টে সাইদুল ও মনিরুল নিহত হন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় ধান কেটে ফেরার পথে ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত
সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী যুবক নিহত
৬ মাস আগে
পাবিপ্রবির নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিক নিহত, আহত ১
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় দড়ি ছিঁড়ে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নির্মাণাধীন শেখ রাসেল হল ভবনে কাজ করার সময় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। আহতের অবস্থাও আশঙ্কাজনক।
আরও পড়ুন: ডেমরায় ক্রেন দুর্ঘটনায় ৩ নির্মাণ শ্রমিক নিহত
নিহত দুজন হলেন— চাঁপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে তুহিন ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন নির্মাণশ্রমিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মাণাধীন ১২ তলা একটি ভবনে দড়ি ঝুলিয়ে কাজ করছিলেন। হঠাৎ দড়ি ছিঁড়ে গেলে তারা নিচে পড়ে যান।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। সেখানে অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে এক শ্রমিকের মৃত্যু হয়।
অন্যজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন বলেন, এ বিষয়ে আমরা বারবার ঠিকাদার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করেছি কিন্তু ফল হয়নি। এগুলো প্রকল্প পরিচালকের দেখার কথা।
বিষয়টি নিয়ে প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) জি এম আজিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন: মুন্সীগঞ্জে ভবনে রং করার সময় রশি ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত
না.গঞ্জে ক্রেনের তার ছিঁড়ে পড়ে ২ শ্রমিক নিহত
১ বছর আগে
রংপুরে সেপটিক ট্যাংকে নেমে ২ শ্রমিকের মৃত্যু
রংপুর নগরীর একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে কাজ করতে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ জুন) সকালে নগরীর চেয়ারম্যানের মোড় ছিট কেল্লাবন্দ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- রংপুর সদর উপজেলার হরিদেবপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে হুমায়ূন আহমেদ (৩২) এবং নগরীর বক্তিয়ারপুর এলাকার শামসুল হকের ছেলে লিটন মিয়া (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ছিট কেল্লাবন্দের এনামুল হকের নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: নওগাঁয় মাদরাসার সেপটিক ট্যাংক থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
এর আগে সকালে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন রাজমিস্ত্রী হুমায়ূন আহমেদ। সেখানে জমে থাকে গ্যাসে অচেতন হয়ে পড়লে তাকে বাঁচাতে ট্যাংকের নেমে পড়েন আরেক শ্রমিক লিটন মিয়া। সেখানে দুজনেই অক্সিজেন স্বল্পতাসহ জমে থাকা গ্যাসে শ্বাসকষ্টে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
খবর পেয়ে বেলা সাড়ে বারোটার দিকে ফায়ার সার্ভিসকর্মীরা সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে। পরে পুলিশ এসে লাশগুলো হাজিরহাট থানায় নিয়ে আসে।
বাড়ির মালিক এনামুল হক জানিয়েছেন, সেপটিক ট্যাংক ২৫ দিন আগে নির্মাণ করা হয়েছিল। কিছু কাজ বাকি থাকায় শ্রমিকেরা নির্মাণ কাজ করতে নেমেছিলেন।
তিনি আরও বলেন, দুঃখজনকভাবে দম বন্ধ হয়ে মারা গেছেন তারা।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব বসুনিয়া বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে নেমে কাজ করার সময় তাদের মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্ত করে লাশ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পায়নি পুলিশ।
তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ওসি।
আরও পড়ুন: বিষাক্ত সেপটিক ট্যাংক: খুলনায় ২ শ্রমিকের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১
সাভারে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে নিহত ৩
১ বছর আগে