অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কোটা আন্দোলন: ঢাকা কলেজের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে ঢাকা কলেজের সামনে অজ্ঞাতপরিচয়ের এক যুবকের (আনুমানিক ২৫) লাশ উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আকাশ ও মামুন নামে দুই পথচারী ঢাকা কলেজ এলাকা থেকে লাশ নিয়ে আসেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: কোটা আন্দোলন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে শিক্ষার্থী নিহত
আকাশ ও মামুন জানান, ঢাকা কলেজের বিপরীতে একটি রিফুয়েলিং স্টেশনের সামনে ওই যুবককে পড়ে থাকতে দেখেন তারা
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের সময় হামলার শিকার হয়েছেন ওই যুবক। হামলার সময় তিনি মোটরসাইকেলে করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তারা।
আরও পড়ুন: কোটা আন্দোলন: চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে তিনজন নিহত
৫ মাস আগে
সিলেটে ট্রেনে কাটা পড়া অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনে কাটা পড়া অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেললাইনের উপর থেকে এই যুবকের লাশ উদ্ধার করা হয়।
সিলেট রেলওয়ে থানা পুলিশের কর্তব্যরত অফিসার নয়ন মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে আমাদের রেলওয়ে থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে।
তাৎক্ষণিকভাবে নিহত যুবকের কোনো পরিচয় পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে রেলওয়ে পুলিশের কনস্টেবল নিহত
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৯টায় রেলওয়ে কর্মীরা মোগলাবাজারের জলকরকান্দী গ্রামের রেললাইনের উপর বিচ্ছিন্ন একটি লাশ দেখে রেলওয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে নিহত ব্যক্তির নাম ঠিকানা জানার চেষ্টা করছে রেলওয়ে থানা পুলিশ।
আরও পড়ুন: বগুড়ায় ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু
দিনাজপুরে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত
১ বছর আগে