মিশর সফর
সম্পর্ক জোরদার করতে ২ দিনের সফরে মিসরে ভারতের প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার দুই দিনের সফরে মিশর পৌঁছেছেন। মূলত দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই সফর করেন মোদি।
চার দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে শনিবার বিকালে নরেন্দ্র মোদির ফ্লাইট কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্র সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেন, দেশটির কংগ্রেসে ভাষণ দেন এবং শীর্ষ আমেরিকান ও ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
১৯৯৭ সালের পর এটাই কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম মিশর সফর।
আরও পড়ুন: ভারতে মোদি সরকারের বিরুদ্ধে বিরোধী দলের আইনপ্রণেতাদের বিক্ষোভ মিছিল
এসময় মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা মাদবৌলি নরেন্দ্র মোদিকে অভ্যর্থনা জানান এবং দুজন অনার গার্ড পরিদর্শন করেন ও জাতীয় সঙ্গীত শোনেন।
বিমানবন্দরে স্বাগত জানানোর বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে মোদি টুইটারে মাদবৌলিকে ধন্যবাদ জানান।
যেখানে তিনি আরও উল্লেখ করেন যে ভারত-মিশর সম্পর্ক বিকশিত হোক এবং আমাদের দেশের জনগণের উপকার হোক।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে বৈঠক করবেন মোদি। দুই দেশ তাদের সম্পর্ককে দৃঢ় করার লক্ষ্যে এক গুচ্ছ স্মারকলিপিতে সই করবে।
ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আনুষ্ঠানিক অতিথি হিসেবে উপস্থিত থাকার ছয় মাস পর মোদির এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন: জি২০ অর্থমন্ত্রীদের 'সবচেয়ে নাজুক মানুষদের' দিকে মনোনিবেশ করার আহ্বান মোদির
২০২১-২২ সালের ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে পাঁচ বছরের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ১২ বিলিয়ন ডলারে উন্নীত করার পদক্ষেপে জানুয়ারিতে আল-সিসি ও মোদি একমত হন।
আল-সিসির সফরকালে দুই দেশ সাইবার নিরাপত্তা, তথ্য প্রযুক্তি, সংস্কৃতি ও সম্প্রচারের ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও চুক্তি সই করেছে।
ভারত অশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস, লবণ, তুলা, অজৈব রাসায়নিক ও তৈলবীজসহ মিশরীয় পণ্যগুলোর শীর্ষ পাঁচটি আমদানিকারকের মধ্যে একটি।
মিশরে ভারতের প্রধান রপ্তানির মধ্যে রয়েছে- তুলা থেকে তৈরি সুতা, কফি, ভেষজ, তামাক, মসুর ডাল, গাড়ির যন্ত্রাংশ, জাহাজ, নৌকা ও বৈদ্যুতিক যন্ত্রপাতি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে যে ৫০টিরও বেশি ভারতীয় কোম্পানি রাসায়নিক, জ্বালানি, টেক্সটাইল, গার্মেন্টস, কৃষি-ব্যবসা এবং খুচরা পণ্যসহ মিশরীয় অর্থনীতির বিভিন্ন অংশে প্রায় ৩ দশমিক ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
আরও পড়ুন: নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নরেন্দ্র মোদির অভিনন্দন
১ বছর আগে