নিরাপত্তা রক্ষী
রাজধানীর আগারগাঁওয়ে নিরাপত্তা রক্ষীকে ছুরিকাঘাতে হত্যা
রাজধানীর আগারগাঁওয়ে ছুরিকাঘাতে ৫৫ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার রাত ৩টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত আজিম শেখ ৫৯ নং পশ্চিম আগারগাঁও মিয়া টাওয়ারের নিরাপত্তা প্রহরী ছিলেন। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা ছিলেন।
মিয়া টাওয়ারের একটি ফ্ল্যাটের মালিক ইমাম হোসেন জানান, সাগর (১৮) নামের এক যুবক ওই ভবনের ভাড়াটিয়ার সঙ্গে রাত ৩টার দিকে গেট খোলাকে কেন্দ্র করে নিরাপত্তারক্ষী আজিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাগর ধারালো অস্ত্র দিয়ে আজিমকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যা: আদালতে ইউপি চেয়ারম্যান বাবু’র দায় স্বীকার
আজিমকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ভোর ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, সংঘর্ষের সময় সাগরও সামান্য আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে যান। এ সময় খবর পেয়ে পুলিশ সাগরকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানাকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় মায়ের বিরুদ্ধে নবজাতককে হত্যার অভিযোগ
সাংবাদিক রব্বানী হত্যা: সাংবাদিকদের ওপর হামলার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতায় সোচ্চার হওয়ার আহ্বান এমএফসি সদস্যদের
১ বছর আগে