গরুটি কোরবানি
বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও প্রধানমন্ত্রীর নামে সেই গরু কোরবানি দিয়েছেন কিশোরগঞ্জের কৃষক দম্পতি
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়া গরুটি কোরবানি দিয়েছেন কিশোরগঞ্জের এক কৃষক দম্পতি।
ঈদের দিন (বৃহস্পতিবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বুলবুলের বাবা-মা, নিজের ও স্ত্রী ইসরাত জাহানের নামে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরকাউনা গ্রামের কৃষক বুলবুল আহমেদ ও তার স্ত্রী ইসরাত জাহান গরুটি কোরবানি করেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কোরবানির ঈদে কিশোরগঞ্জের দম্পতির উপহার হিসেবে গরু গ্রহণ করলেন প্রধানমন্ত্রী
২০২০ সালে প্রধানমন্ত্রীকে উপহার হিসেবে পার্শ্ববর্তী নেত্রকোণা জেলা থেকে আড়াই লাখ টাকায় গরুটি কিনে ঈদে কোরবানির জন্য লালন-পালন শুরু করেন এই দম্পতি।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সাংগঠনিক সম্পাদক বুলবুল বলেন, প্রধানমন্ত্রীর প্রতি আবেগ ও ভালোবাসা থেকেই তিনি গরুটি কিনেছিলেন।
শেখ হাসিনা তার বিশেষ সহকারী ও কৃষিবিদ মশিউর রহমান হুমায়ুনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে তার প্রতি দম্পতির ভালোবাসায় শ্রদ্ধা জানিয়ে উপহারটি গ্রহণ করেন।
আরও পড়ুন: মালয়েশিয়ার রাজা ও প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনার আম উপহার
তুষার বলেন যে ক্রস ব্রাহমা জাতের গরুটি থেকে ৫৬৫ কেজি মাংস হয়েছে, যা প্রধানমন্ত্রীর নির্দেশে মশিউর রহমানের উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ও সুখিয়া ইউনিয়নের ১৬৬ জন ভূমিহীন ও গৃহহীন মানুষের মাঝে বিতরণ করা হয়।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ ১৫ আগস্টের শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেও মোনাজাত করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে সাড়ে ৪ লাখ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
১ বছর আগে