’ প্রতিবন্ধী
কক্সবাজারে ‘মাদক বহন না করায়’ প্রতিবন্ধী কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ
কক্সবাজার সদর উপজেলার আশ্রয়ন প্রকল্প এলাকায় শনিবার মাদক সরবরাহে অস্বীকৃতি জানানোয় মানসিক প্রতিবন্ধী এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।
নিহত হেফাজ উদ্দিন ওই এলাকার সালেহ আহমদের ছেলে।
জানা যায়, মাদক বহনসহ নানা অপরাধমূলক কার্যক্রম করার জন্য কিশোর গ্যাং এর সদস্যরা চাপ দিতো প্রতিবন্ধী হেফাজ উদ্দিনকে।
অবৈধ কাজ করতে না চাওয়ায় তাকে বিভিন্ন ভাবে নির্যাতন করা হতো। এ বিষয় নিয়ে কাউন্সিলরকে একাধিক বার নালিশ করা হলেও কোনো সুরাহা পাই নাই। এ নিয়ে তাকে নানা ভাবে হুমকি-ধামকি দেওয়া হতো।
এর জের ধরে ৩০ জুন সন্ধ্যায় আবারও মারধর করে প্রতিবন্ধী হেফাজ উদ্দিনকে। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
নিহত হেফাজ এর বাবা সালেহ আহমদ বলেন, কিশোর গ্যাং-এর মারধরের কারণে তার ছেলে মারা গেছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল বলেন, এর আগেও হেফাজকে নির্যাতন করা হয়। পরে সালিশে বৈঠকে হেফাজকে নির্যাতন করবে না মর্মে মুচলেকা নেয়া হয় উচ্ছৃংখল কিশোরদের কাছ থেকে। যারাই এ ঘটনায় জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনা প্রয়োজন।
কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন, এলাকাবাসী আহত অবস্থায় হেফাজকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
আরও পড়ুন: কক্সবাজারে মানবপাচারকারী চক্রের ৫ সদস্য আটক
কক্সবাজারে ২৫ দিন পর নিখোঁজ ৩ বন্ধুর লাশ উদ্ধার
১ বছর আগে