টফি
ওটিটির পর্দায় ফ্রিতে ‘অন্তর্জাল’
দেশের সবচেয়ে বড় ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফিতে 'অন্তর্জাল' এর বিশেষ অনলাইন প্রিমিয়ার হতে যাচ্ছে। ‘অন্তর্জাল’ বাংলাদেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্র। আগামী ২১ ডিসেম্বর টফিতে সিনেমাটি উন্মুক্ত করা হবে।
সারা দেশের দর্শকেরা অ্যান্ড্রয়েড ও আইওএস ডিভাইসের পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিনামূল্যে পুরো সিনেমাটি এক্সক্লুসিভলি দেখতে পারবেন।
সিনেমাটি সারা দেশের টফি ব্যবহারকারীদের বিজয় দিবসের বিশেষ উপহার। বাংলাদেশের বিরুদ্ধে বিদেশি অপশক্তির ষড়যন্ত্র, সাইবার হামলা আর সেটাকে মোকাবিলায় দেশের কয়েকজন তরুণের দুঃসাহসিক লড়াইয়ের গল্প দেখা যাবে 'অন্তর্জাল' সিনেমায়। যে লড়াইয়ে তারা ইন্টারনেটের মাধ্যমে অদৃশ্য শক্তির তৈরি বিভিন্ন সামাজিক সংকটের সমাধান করেন।
আরও পড়ুন: ঈদুল ফিতরে আসছে দেশের প্রথম সাইবার থ্রিলার ‘অন্তর্জাল’
সর্বোপরি, অপশক্তির হুমকি থেকে প্রিয় দেশকে উদ্ধার করতে তাদের দৃঢ়তা ও সংকল্পকে ফুটিয়ে তুলা হয়েছে এই সিনেমাতে। সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সিয়াম, মিম, সুনেরাহ।
এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন, রওনক হাসান, কিটো ভাই প্রমুখ। ছবিটি পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন।
এই বছরের ২২ সেপ্টেম্বর স্থানীয় প্রেক্ষাগৃহে ‘অন্তর্জাল’ প্রথম মুক্তি পায়।
টফি’র মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘টফিতে আমরা দর্শকদের নতুন ও উদ্ভাবনী ডিজিটাল সেবা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। দেশের অন্যতম অনলাইন বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে বিজয় দিবসের ঠিক পরেই টফিতে দেশের প্রথম সাইবার-থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমি আশাবাদী, সকল বয়সের দর্শকেরা ‘অন্তর্জাল’ সিনেমাটি পছন্দ করবেন। আধুনিক প্রযুক্তিগত থিম ও স্মার্ট বাংলাদেশ নির্মানের রূপকল্পের সঙ্গেও এই সিনেমার গল্পটি প্রাসঙ্গিক।’
আরও পড়ুন: ৩ বছর পর দেশে শাবনূর, ‘মাতাল হাওয়ায়’ থাকছেন তিনি
১ বছর আগে
কোক স্টুডিও বাংলা ও নচিকেতার কনসার্ট সরাসরি টফিতে
আগামী ১০ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে দেশের ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফির দুইটি কনসার্ট। ওই দিন বিকাল ৩টায় ‘বাংলাদেশ আর্মি স্টেডিয়াম’ থেকে এ কনসার্ট সরাসরি সম্প্রচার করবে 'কোক স্টুডিও বাংলা লাইভ ২.০'। এর মাধ্যমে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় শিল্পীদের মুগ্ধকর পরিবেশনা পৌঁছে যাবে সারা দেশের সংগীত প্রেমীদের কাছে।
'নচিকেতা লাইভ ইন ঢাকা উইথ জয় শাহরিয়ার' সরাসরি সম্প্রচার করা হবে সন্ধ্যা ৭টা থেকে। ১৯৯৩ সাল থেকে সমসাময়িক বাংলা গানের সঙ্গে নচিকেতার তিন দশকের অসাধারণ পথ চলার উদযাপন উপলক্ষে এই কনসার্টের আয়োজন করা হয়েছে। ঘরে বসেই দেশের যেকোনো প্রান্তের শ্রোতাদের তাদের প্রিয় শিল্পীদের সুর ও ছন্দ উপভোগ করার সুযোগ করে দেয় টফি। কনসার্ট দুটি উপলক্ষে টফির শীর্ষ ১০০০ জন দর্শক পাবেন এক্সক্লুসিভ অ্যাক্সেস কুপন, যা তাদের সম্পূর্ণ বিনামূল্যে টফিতে ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ উপভোগ করার বিশেষ সুযোগ দেবে।
আরও পড়ুন: সর্বোচ্চ আয়কারী ১০ দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র
টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘টফিতে আমরা ব্যবহারকারীদের বিনোদনের অভিজ্ঞতা আরও উপভোগ্য করতে কন্টেন্টে বৈচিত্র্য আনার চেষ্টা করি। সেই ধারবাহিকতায় কনসার্ট দুইটি সরাসরি সম্প্রচার করবে টফি। আমরা আশা করি, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের দর্শকরা তাদের ঘরে বসেই আকর্ষণীয় লাইভ মিউজিক পারফরম্যান্স উপভোগ করতে পারবেন। বিনোদনের অভিজ্ঞতাকে অনন্য উচ্চতায় উন্নীত করতে আমরা আশাবাদী।’
আরও পড়ুন: কোক স্টুডিও বাংলা কনসার্টে মঞ্চ মাতাবেন যারা
১ বছর আগে
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে টফি’র মিউজিক ভিডিওতে র্যাপার আলী হাসান
ক্রিকেট বিশ্বকাপ-এর উদযাপনকে আরও রাঙিয়ে তুলতে আজ ‘টফি-তেই ক্রিকেট বিশ্বকাপ দেখবে বাংলাদেশ’- শিরোনামে একটি নতুন র্যাপ মিউজিক ভিডিও প্রকাশ করেছে টফি।
জনপ্রিয় র্যাপার আলী হাসানের গাওয়া এই র্যাপ গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন আরাফাত মহসিন নিধি।
টফির ‘আসল লাইভ এক্সপেরিয়েন্স’ এর ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে এই মিউজিক ভিডিওটি। টফির সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গানটি উপভোগ করতে পারবেন দর্শকরা।
আরও পড়ুন: অ্যাডিলেড ও পার্থে সোলসের জমাজমাট কনসার্ট
সারাদেশের ক্রিকেটপ্রেমীরা যেকোনো নেটওয়ার্ক থেকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রিকেট টুর্নামেন্ট ‘আইসিসি ক্রিকেট বিশ্বকাপ’-এর সব ম্যাচ উপভোগ করতে পারবেন এই ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
টফির মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী গণমাধ্যমে বলেন, ‘টফির অত্যাধুনিক প্রযুক্তি ও নির্বিঘ্ন স্ট্রিমিং-এর জন্য এটি ইতোমধ্যে সুপরিচিত। দেশের সেরা স্ট্রিমিং প্লাটফর্ম হিসেবে টফিকে প্রাসঙ্গিক ও সৃজনশীলভাবে উপস্থাপন করার লক্ষ্যে মিউজিক ভিডিও প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। আশা করছি এটি সারা দেশে বিশ্বকাপ উদযাপনের উন্মাদনাকে আরও বাড়িয়ে তুলবে।’
আরও পড়ুন: ৫০ বছর পূর্তিতে সোলসের পঞ্চম গান ‘হাওয়াই মিঠাই’
ক্যানবেরা মাতালো সোলস
১ বছর আগে
টফিতে লাইভ দেখুন বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ২০২৩: বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ ওডিআই ক্রিকেট সিরিজ লাইভ সম্প্রচারিত হবে টফি অ্যাপে
যেকোনো নেটওয়ার্ক থেকে টফি অ্যাপ ও ওয়েবসাইটে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজ দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার সব ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে দেশের ডিজিটাল বিনোদন অ্যাপ টফিতে।
বাংলাদেশ বনাম আফগানিস্তান ওয়ানডে ম্যাচের লাইভ স্ট্রিমিং
ম্যাচগুলো টফি ওয়েবসাইটে পাওয়া যাবে; আগামী ৫, ৮ ও ১১ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচ।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম আফগানিস্তান ওডিআই ২০২৩ ম্যাচ কোথায় দেখবেন: টিভি চ্যানেল ও লাইভ স্ট্রিমিং, সম্ভাব্য একাদশ
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ম্যাচগুলো অ্যান্ড্রয়েড ও আইওএস মোবাইল ডিভাইসের যে কোনো নেটওয়ার্ক এবং অ্যান্ড্রয়েড টিভিতে টফি অ্যাপ্লিকেশন থেকে দেখা যাবে।
এরপর ১৪ ও ১৬ জুলাই সিলেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
টফি অ্যাপে লাইভ স্পোর্টসের জন্য একটি নির্দিষ্ট চ্যানেল রয়েছে এবং দর্শকরা এই চ্যানেলে বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ সরাসরি দেখতে পারবেন।
যেভাবে টফি অ্যাপ ডাউনলোড করবেন
টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড ফোন ও টিভি ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে এবং আইওএস ব্যবহারকারীদের জন্য অ্যাপ স্টোরে পাওয়া যাবে।
আরও পড়ুন: আফগানিস্তান সিরিজের উদ্বোধনী ম্যাচে ফিটনেস নিয়ে শঙ্কা থাকা সত্ত্বেও খেলতে বদ্ধপরিকর তামিম
১ বছর আগে