চেয়ারম্যানকে অবরুদ্ধ
কুষ্টিয়ায় গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষে আহত ১০, ইউপি চেয়ারম্যানকে অবরুদ্ধ
কুষ্টিয়ার কুমারখালীতে গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার চরসাদীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
এদিকে, সালিশে সংঘর্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাধারণ মানুষ চরসাদীপুরের চেয়ারম্যানসহ ৮ থেকে ১০ জনকে অবরুদ্ধ করে রাখে।
আহতদের মধ্যে চরসাদীপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আব্দুল মালেক ৩৫), কালু ড্রাইভার (৫০), হেলাল উদ্দিন (৪০), সুফি মন্ডল (৩৭), মাসুম (২৬), মনসুর (২৯) ও মিঠুনকে (২৯) পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ার দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ১৫
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরসাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মেছের আলী বলেন, গরু চুরির সালিশ চলছিল তার পরিষদে। হঠাৎ মারামারি শুরু হয়। কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে।
তাকে জনগণ পরিষদে অবরুদ্ধ করে রেখেছে উল্লেখ করে তিনি সার্বিক পরিস্থিতি মুঠোফোনে পুলিশকে জানিয়েছেন।
কুমারখালী থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর দাস বলেন, তিনি খবর পেয়ে চরসাদীপুরের উদ্দেশে রওনা দিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছানোর পরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বজ্রপাতে ২ কৃষক নিহত
কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে জোর করে বিয়ে, ‘বর’ ও ঘটককে কারাদণ্ড
১ বছর আগে