হামলা ও ভাঙচুর
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ
নাটোর জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। শনিবার এই হামলা ও ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ।
তিনি বলেন, আজ সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠনের তারিখ ছিল। কিন্তু সেখানে করতে না পেরে শহরের আলাইপুর জেলা কার্যালয়ে সম্মেলনের আয়োজন করেছেন।
আরও পড়ুন: চট্টগ্রামে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুতে ক্লিনিক ভাঙচুর
রহিম নেওয়াজ আরও বলেন, বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল শো-ডাউন নিয়ে ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে সিসি ক্যামেরাসহ অফিসের গ্লাস ও সাইনবোর্ড, ব্যানার ফেস্টুন ভাঙচুর করে।
এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোর্ত্তুজা বাবলু অভিযোগ অস্বীকার করে বলেন বিএনপির অভ্যন্তরীণ বিরোধে এ ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: খুলনায় সংবাদপত্র অফিসে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর
১ বছর আগে