অবাস্তব
অবাস্তব প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ নয়: আইনমন্ত্রী
অবাস্তব প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, ‘নির্বাচনই একমাত্র সমাধান এবং কোনো অবাস্তব প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না, এ ছাড়া প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন তাদের সঙ্গে কোনো সংলাপ হবে না।
রবিবার (৯ জুলাই) রাজধানীর বিচার প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারকদের এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন
নির্বাচন কমিশনের আরপিও ('জনপ্রতিনিধিত্ব (সংশোধন) বিল, ২০২৩' সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ইসির ক্ষমতা খর্ব হয়নি বরং আরপিও সংশোধনের মাধ্যমে জনগণের অধিকার সংরক্ষিত হয়েছে।
দুই মাসের মধ্যে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা নিষ্পত্তির জন্য সরকার বিচার ও পুলিশকে চিঠি দিয়েছে বলে বিএনপির উত্থাপিত অভিযোগের বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে এবং এতে কোনো সন্দেহ নেই। এ নিয়ে তারা (বিএনপি) কোনো চিঠি দেখালে আলোচনা হবে। আমি মনে করি তারা (বিএনপি) অন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে মিথ্যা ইস্যু তৈরিতে তৎপর। আমি দৃঢ়ভাবে বলেছি, এ বিষয়ে কোনো চিঠিও দেওয়া হয়নি বা কোনো মৌখিক আদেশও দেওয়া হয়নি।’
আরও পড়ুন: বিমান ও নৌবাহিনীর আধুনিকায়নের পরিকল্পনা রয়েছে সরকারের: আইনমন্ত্রী
ন্যায়বিচার পাওয়া জনগণের সাংবিধানিক অধিকার: আইনমন্ত্রী
সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হয়রানির কোনো মামলা নয়: সংসদে আইনমন্ত্রী
১ বছর আগে