রেবেকা মমিন
রেবেকা মমিন ও আব্দুল কুদ্দুসের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রেবেকা মমিন ও এম আব্দুল কুদ্দুস সব সময় মানুষের কল্যাণে কাজ করেছেন।
সংসদে নাটোর-৪ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল কুদ্দুস এবং নেত্রকোনা-৪ রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাজনীতিবিদ হিসেবে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, এটা খুবই দুঃখজনক যে শোক প্রস্তাব দিয়ে আমাদের সংসদের অধিবেশন শুরু করতে হয়েছে। ভেবেছিলাম এবারের ব্যতিক্রম হতে পারে। কিন্তু তা হয়নি।
তিনি বলেন, এই সংসদের প্রায় ২৮ জন সদস্য মারা গেছেন যাদের মধ্যে ২৬ জন আওয়ামী লীগের।
আরও পড়ুন: পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের সরকার আইনি ব্যবস্থা নিয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
আব্দুল কুদ্দুস সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র। তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি খুব সাহসী ছিলেন। নাটোর ছিল আতঙ্কের জায়গা। সেখানে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। তিনি খুব জনপ্রিয় ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিনকে তিনি ছাত্রজীবন থেকেই চিনতেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে রাজনীতি করে তা জনগণের কল্যাণের জন্য। সরকার গঠনের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। এটা সম্ভব হয়েছে কারণ সংসদ সদস্যরা তাদের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করছেন।
সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে পেরেছি। বাংলাদেশকে আরও উন্নতি করতে হবে।
তিনি সকল সংসদ সদস্যকে নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করার আহ্বান জানান।
তিনি বলেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় কিছু নেই। রাজনৈতিক নেতাদের জন্য এটাই সবচেয়ে বেশি প্রয়োজন।
এছাড়া, মুক্তিযোদ্ধা সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সাবেক এমপি অধ্যাপক পান্না কায়সার এবং সাবেক এমপি মোহাম্মদ উল্লার মৃত্যুতে সংসদ শোকপ্রকাশ করা হয়।
সংসদ মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, একুশে পদক বিজয়ী কবি মোহাম্মদ রফিক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী কামরুন্নেসা আশরাফ দিনা, কাজী নাবিল আহমেদ এমপির বাবা ও অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ, কানিজ ফাতেমা আহমেদ এমপির বাবা কামাল উদ্দিন আহমেদ খান এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ কাজী ড.এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক প্রকাশ করে।
শোক প্রস্তাবে বক্তব্য রাখেন- উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওশিকা আয়েশা খান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, আশরাফ আলী খান খসরু, আব্দুল আজিজ, মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী।
পরে বর্তমান সংসদের চলমান সংসদ সদস্যদের মৃত্যুর কারণে প্রথা অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।
আরও পড়ুন: মামলাজট কমাতে সংসদে অধিগ্রহণ ও প্রজাস্বত্ব (সংশোধন) বিল পাস
জাতীয় সংসদে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি বিল পাস
১ বছর আগে
সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন
নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য রেবেকা মমিন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
আজ মঙ্গলবার (১১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।
মোহনগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ ইকবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কয়েক বছর ধরে রেবেকা মমিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়।’
আরও পড়ুন: আহমেদ ফিরোজ কবিরের মায়ের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
রেবেকা মমিনের গ্রামের বাড়ি মোহনগঞ্জ উপজেলার কাজিয়াহাটিতে। তিনি এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
রেবেকা মমিন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য প্রয়াত খাদ্যমন্ত্রী আবদুল মমিনের স্ত্রী।
ষাটের দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি হিসেবে রাজনীতি শুরু করেন রেবেকা। নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রেবেকা।
২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর টানা তিনবার ওই আসন থেকে নির্বাচিত হন। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও ছিলেন সাবেক এই সংসদ সদস্য।
রেবেকা মমিন দুই বছর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে গৃহহীন ও ভূমিহীনদের নিয়ে আদর্শ গ্রাম গড়ে তোলার জন্য মোহনগঞ্জের কাজিয়াহাটি মৌজায় পারিবারিক সম্পত্তি থেকে ১ একর ৬৪ শতক জমি দান করেন।
মোহনগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ ইকবাল বলেন, তার প্রথম জানাজা সকাল ১০টা ধানমন্ডি ৩ নম্বর রোডে বায়তুল আমান মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা দুপুর আড়াইটায় নেত্রকোণার মুক্তাপাড়া মাঠে অনুষ্ঠিত হবে। সন্ধ্যা ৬টায় তৃতীয় জানাজার পর মোহনগঞ্জ কাজিয়াটিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
আরও পড়ুন: শ্রমিক নেতা নিহত হওয়ার ঘটনায় বিজিএমইএ গভীরভাবে শোকাহত
নৌপরিবহন মন্ত্রণালয় আগামী দিনের ‘শোকেস’ মন্ত্রণালয়ে পরিণত হতে যাচ্ছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
১ বছর আগে