লিকেজ
রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে রাকিব হাসান (২২) ও তার স্ত্রী (২০) রুমা আক্তার দগ্ধ হয়েছেন।
উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট উত্তরপাড়া এলাকায় একটি দোতলা বাড়ির নিচতলায় রবিবার (২৩ জুন) রাত ৩টার দিকে ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: দগ্ধ ২
দগ্ধ রাকিব হাসান একজন গার্মেন্টস শ্রমিক। স্ত্রী রুমা আক্তারকে নিয়ে সাওঘাট উত্তরপাড়া এলাকায় সেলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকেন তিনি। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব চন্ডিবের দক্ষিণপাড়া এলাকায়।
স্থানীয়রা জানান, ঈদের ছুটি শেষে রাকিব ও তার স্ত্রী রবিবার রাত ১১টা দিকে নিজেদের ভাড়া বাসায় ফেরেন। এদিন রাত ৩টার দিকে ঘরের ভেতরে বিস্ফোরণ হলে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এসময় তারা দুজনেই দগ্ধ হন।
রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ‘আশপাশের লোকজন এসে আগুন নিভিয়ে গুরুতর অবস্থায় রাকিব ও তার স্ত্রীকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।’
ওসি জানান, গ্যাসের লাইন লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়ে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ ফখর উদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমাদের কিছু জানা নেই। কেউ আমাদের অবগত করেনি। তবে খোঁজ নিয়ে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আরও পড়ুন: ভাষানটেকে আগুনে একই পরিবারের ৬ জন দগ্ধ
কর্ণফুলীতে মাছ ধরার নৌকায় আগুনে দগ্ধ ৫
৫ মাস আগে
পাইপলাইনে লিকেজ হওয়ায় উত্তর খান-দক্ষিণ খানে গ্যাস সরবরাহ বন্ধ
ডিএনসিসির এক ঠিকাদারের দ্বারা গ্যাস লাইনে লিকেজ ও ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তর খান ও দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি সূত্রে জানা গেছে, মেরামতের কাজ চলছে।
শিগগিরই গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: তীব্র পানি-গ্যাস সংকটে রাজধানীর কয়েকটি এলাকার বাসিন্দারা
৯ মাস আগে
চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনে শিশুসহ দগ্ধ ১১
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় এক ভবনে আগুনে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। অগ্নিদগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাটে ওসমান গনি হুজুর নামে এক ব্যক্তির মালিকানাধীন ভবনের তৃতীয় তলায় এ অগ্নিকাণ্ড ঘটে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহে কয়েলের আগুনে ১১টি গবাদি পশুর মৃত্যু
এদিকে ফায়ার সার্ভিসের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া এখনো আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, ওই ভবনের তৃতীয় তলায় চারটি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল।
প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। আগুনে দগ্ধ মোট ১১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।
আরও পড়ুন: এস আলম সুগার মিলের আগুনে চিনির দামে প্রভাব পড়বে না: প্রতিমন্ত্রী
চট্টগ্রামে এস আলম সুগার মিলের আগুনে পুড়ে গেছে এক লাখ টন চিনি
৯ মাস আগে
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ: দগ্ধ বেড়ে ১০
ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে নারীসহ ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়ানগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে আগুন লাগে। রবিবার (১৩ আগস্ট) সকালে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
আরও পড়ুন: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার লিকেজ, নারীসহ দগ্ধ ৬
রবিবার (১৩ আগস্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা প্রণব চৌধুরী।
টেলিফোনে তিনি জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুরের নয়া নগর এলাকায় আনোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে রাত ১২টায় দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় আগুনে দগ্ধরা হলেন- ওই বাড়ির ভাড়াটিয়া নজরুল ইসলাম (৪৫), হাশেম আলী (৪৫), মহসিন (২৭), সাদিকুল ইসলাম (২৮), পল্লব রায় (২৭), রাজিয়া বেগম (৩০), কমলা বেগম (৫০), সাবিনা বেগম (৪০), হাসি বেগম (২৭) ও মুসলিমা বেগম (২৬)।
এ বিষয়ে জানতে চাইলে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. মো. তরিকুল ইসলাম জানান, মধ্যরাতে আশুলিয়া থেকে দগ্ধ অবস্থায় নারীসহ ১০ জন আসেন। তাদের মধ্যে ৬ জন ঢাকার জাতীয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাধীন।
তিনি বলেন, এদের মধ্যে কমলা বেগমের শরীরের ২০ শতাংশ, সাবিনা বেগমের ৫০ শতাংশ, সাদিকুল ইসলামের ৫০ শতাংশ, হাসেম আলীর ৪৫ শতাংশ, নজরুল ইসলামের ৪৫ শতাংশ ও মহসিনের ১০ শতাংশ শরীর দগ্ধ হয়েছে।
তিনি আরও জানান, বাকি ৪ জন পল্লব রায়, হাসি বেগম, রাজিয়া ও মুসলিমা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
এ বিষয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, ভাড়াটিয়া আনিসুর রহমানের ঘর থেকে সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছি।
তিনি আরও বলেন, আনিসুরের স্ত্রী হাসি বেগম দগ্ধ হয়েছেন। এ ছাড়া আগুন নেভাতে গিয়ে ভাড়াটিয়া প্রতিবেশীরাও অগ্নিদগ্ধের শিকার হয়েছেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭: আশুলিয়া থেকে বাসচালক গ্রেপ্তার
আশুলিয়ায় ২ বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
১ বছর আগে
রূপগঞ্জে গ্যাসলাইনে লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে বিস্ফোরণে ৪ জন দগ্ধ হয়েছেন। শনিবার (১৫ জুলাই) রাত সোয়া ৮টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধেরা হলেন- জুম্মন, কবির, সিয়াম ও সেমিন। তাদের বাড়ি তারাবো খালপাড় এলাকায়।
আরও পড়ুন: রাজশাহীতে আগুনে মায়ের মৃত্যু, ২ চিকিৎসক সন্তান দগ্ধ
স্থানীয় সূত্রে জানা গেছে, তারাবো বিশ্বরোড এলাকার সরকারি জায়গায় ইয়াজউদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে একটি ঘর তুলে বসবাস করতেন।
ওই সরকারি জায়গা দিয়ে তিতাস গ্যাসের পাইপলাইন থেকে অবৈধভাবে পাইপ টেনে গ্যাস নেয় একটি চক্র। ওই পাইপ থেকে লিকেজ হয়ে আগে থেকেই গ্যাস বের হচ্ছিল।
শনিবার বিকালে মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন মারা গেলে রাতে তার লাশ দাফন ও জানাজার উদ্দেশ্যে গোসল করাচ্ছিলেন কয়েকজন। এ সময় আগরবাতি জ্বালানোর উদ্দেশ্যে দিয়াশলাই কাঠি জ্বালান এক ব্যক্তি।
পরে মুহূর্তের মধ্যে লিকেজ হওয়া তিতাস গ্যাস থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। দগ্ধদের তাৎক্ষণিক ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, অগ্নিদগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আরও পড়ুন: কেরাণীগঞ্জে রাসায়নিক ড্রাম বিস্ফারণে শ্রমিক নিহত, দগ্ধ ২
তেজগাঁওয়ে গ্যাসের লিকেজ থেকে অগ্নিদগ্ধ স্বামী-স্ত্রীর মৃত্যু
১ বছর আগে