এক দফা আন্দোলন
এক দফা আন্দোলন: সিরাজগঞ্জে দু'পক্ষের সংঘর্ষে ১৩ পুলিশসহ নিহত ২৩
দেশব্যাপী এক দফা আন্দোলন চলাকালে রবিবার সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৩ পুলিশসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ সময় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
জেলা শহরের বড়পুল, এসএস রোড, শাহজাদপুর, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলাসহ জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ হয়।
বিকেলে একদল দুর্বৃত্ত এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে।
সংঘর্ষ ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন প্রান্তে।
সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের নেতাকর্মীদের বেশ কয়েকটি বাড়িঘর ও বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়। এছাড়া বেলকুচি, হাটিকুমরুল থানাসহ বিভিন্ন থানায়ও হামলা চালানো হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, উপজেলায় সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।
৩ মাস আগে
বর্তমান ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতাচ্যুত করাই একমাত্র লক্ষ্য: মঈন খান
বিএনপির সিনিয়র নেতা ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে তাদের এক দফা আন্দোলন সফল করাই তাদের দলের একমাত্র লক্ষ্য।
তিনি বলেন, ‘আমরা এই সমাবেশের আয়োজন করলেও, আমাদের মূল লক্ষ্য এক দফা আন্দোলন। যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার দেশের ১৮ কোটি মানুষের ওপর তার অপশাসন চাপিয়ে দিয়েছে, আমাদের এক দফা আন্দোলনের মাধ্যমে তা অপসারণ করতে হবে।’
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য জনসভার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার হামলা, নিপীড়ন, মিথ্যা মামলা, হত্যা ও গুম করে পরোক্ষভাবে একদলীয় বাকশাল শাসন কায়েম করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না।
তিনি বলেন, ‘আমাদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শপথ নিচ্ছি, রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।’
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অভিনন্দনও জানান ড. মঈন খান।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে জনগণের দাবি মানতে হবে: গয়েশ্বর
১ বছর আগে
এক দফা আন্দোলন: রাজধানীতে কালো পতাকা নিয়ে বিএনপির গণমিছিল শুরু
বিএনপির একদফা আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টন ও শ্যামলী এলাকায় কালো পতাকা হাতে পৃথক দুটি মিছিল করেছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার নেতা-কর্মীরা।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানসহ এক দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির জন্যই এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
এদিন বিকাল ৪টা ২০মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা দক্ষিণ মহানগর শাখার মিছিলের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দয়াগঞ্জে গিয়ে শেষ হবে।
কর্মসূচি শুরুর আগে সংক্ষিপ্ত ভাষণে এই নেতা বিএনপি নেতা-কর্মীদের দমন ও গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তিরস্কার করেন।
তিনি বলেন, কিছু অশিক্ষিত লোক যারা দেশকে নয়, অর্থকে ভালোবাসে, তারা তাদের অপকর্ম ও দমনমূলক কর্মকাণ্ডের মধ্যদিয়ে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
এই বিএনপি নেতা আরও বলেন, বিএনপি নেতা-কর্মীরা জনসাধারণের সমস্যা নিয়ে রাস্তায় নামলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ওপর গুলি চালায় এবং তাদের হত্যা করে। ‘আপনারা কেন এমন করেন? আপনারা কি বিদেশি?’
তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ও ইউটিলিটি সেবার দাম কমানোর দাবি জানিয়ে আসছে, কিন্তু সরকার তা করতে পারছে না। কারণ তারা অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে।
বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার আর ক্ষমতায় থাকলে মানুষের টিকে থাকা খুবই কঠিন হবে এবং দেশের স্বাধীনতা ও অস্তিত্ব হুমকির মুখে পড়বে।
ভারতের উদ্দেশে তিনি বলেন, দেশটি শেখ হাসিনাকে আবার ক্ষমতায় দেখতে চায়। আমি তাদের বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করার আহ্বান জানাতে চাই, কোনো সরকার বা দলের সঙ্গে নয়।
আব্বাস বলেন, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করতে আগামী নির্বাচন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে।
এদিকে, বিকাল ৪টার দিকে নগরীর শ্যামলী রিং রোডে ঢাকা উত্তর মহানগর বিএনপির মিছিলের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে।
সংক্ষিপ্ত বক্তব্যে খসরু বলেন, বাংলাদেশের জনগণ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার শপথ নিয়েছে। বাংলাদেশের জনগণ গণতন্ত্রের পক্ষে তাদের অবস্থান থেকে কখনো পিছু হটেনি এবং তারা সব সময় বিজয়ী হয়েছে।
আরও পড়ুন: শুক্রবার ঢাকায় কালো পতাকা মিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো
১ বছর আগে
এক দফা আন্দোলন: শুক্রবার সব মহানগরে গণমিছিল করবে বিএনপি
বিএনপি তাদের এক দফার যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়কের সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানের দাবি আদায়ে ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করবে।
এছাড়া অসুস্থ চেয়ারপার্সন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে ১৭ ও ১৯ আগস্ট কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকে কর্মসূচি চূড়ান্ত করে।
তিনি বলেন, বর্তমান অবৈধ, লুটেরা ও ফ্যাসিবাদী সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে শুক্রবার ঢাকাসহ সব মহানগরে গণমিছিল করা হবে।
আরও পড়ুন: এবার অবশ্যই শাসনব্যবস্থার পরিবর্তন হবে: ফখরুল
রিজভী বলেন, বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনকারী অন্যান্য বিরোধী দল ও জোট একই দিনে নিজ নিজ অবস্থান থেকে একই কর্মসূচি পালন করবে।
গত ৯ আগস্ট বিএনপিসহ সমমনা দলগুলো তাদের এক দফা আন্দোলনের শেষ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে গণমিছিল করে।
গত ১২ জুলাই বিএনপিসহ সমমনা দলগুলো দাবি আদায়ে এক দফা আন্দোলনের ঘোষণা দেয়।
তাদের দাবির মধ্যে রয়েছে বর্তমান ‘ফ্যাসিবাদী, স্বৈরাচারী, জনগণের ভোট লুটকারী ও অবৈধ’ আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন এবং নির্বাচন কমিশন পুনর্গঠন করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সকলের অংশগ্রহণমূলক নির্বাচন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক রাজবন্দীর মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ভূয়া ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল মিথ্যা সাজা বাতিল করা।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের পথ প্রশস্ত করতে গত বছরের ডিসেম্বরে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে বিএনপি ও সমমনা দল ও জোট একযোগে আন্দোলন শুরু করে।
আরও পড়ুন: খালেদা জিয়া ৭৯ বছরে পা দিলেন
খালেদার চিকিৎসার জন্য কর্মসূচি
রিজভী বলেন, খালেদার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে তার উন্নত চিকিৎসার দাবিতে তাদের দল ১৭ আগস্ট সারাদেশে লিফলেট বিতরণ করবে এবং ১৯ আগস্ট মহানগর ও জেলা পর্যায়ে মিছিল করবে।
এছাড়াও, তিনি বলেন, খালেদার দ্রুত রোগমুক্তির জন্য তাদের দলের পক্ষ থেকে বুধবার তাদের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি নিম্ন আদালতে দোষী সাব্যস্ত হলে তাকে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
২০২০ সালের ২৫ মার্চ তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে তার বয়স এবং মানবিক কারণে কিছু শর্তে একটি নির্বাহী আদেশে বিএনপি প্রধানকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
আরও পড়ুন: সাঈদীর মৃত্যুতে বিএনপির শোক
১ বছর আগে
এক দফা আন্দোলন: আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে এক দফা আন্দোলনের অংশ হিসেবে উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু করেছে বিএনপি।
বুধবার বেলা ১১টা ৫ মিনিটে উত্তরার আবদুল্লাহপুরের পলওয়েল মার্কেটের সামনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রখর রোদে টানা দ্বিতীয় দিনের মতো বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা-কর্মী এই পদযাত্রায় অংশ নেন।
আজ অন্যান্য সব মহানগর ও জেলা শহরেও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংক্ষিপ্ত বক্তব্যে আব্বাস বলেন, ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে প্রতিহত করে 'শান্তি মিছিলের' নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।
আরও পড়ুন: মিরপুর বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা
তিনি অভিযোগ করেন, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগের ক্যাডাররা হামলা চালিয়ে একজনকে হত্যা ও অনেককে আহত করেছে।
আব্বাস বলেন, ‘আমাদের দলের নেতা-কর্মীরা ১৫ বছর ধরে নিপীড়নের শিকার। আমরা আর দমনমূলক কর্মকাণ্ড সহ্য করব না। আমরা এর উপযুক্ত জবাব দিব।’
তিনি আরও বলেন যে তারা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করবেন এবং নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী নির্বাচন করতে বর্তমান সরকারকে বাধ্য করবেন।
দলটির মঙ্গলবারের কর্মসূচিতে সারা দেশে পুলিশ ও আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা প্রত্যক্ষ করা হয়, যাতে কমপক্ষে একজন নিহত এবং কয়েকশ’ মানুষ আহত হয়।
রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলা হলে ক্ষমতাসীন ও বিরোধী দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও স্বাধীন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও রাজধানীর বিভিন্ন এলাকায় পদযাত্রা করবে।
আরও পড়ুন: এখনই ক্ষমতা ছাড়ুন, জনগণ আপনাদের আর ক্ষমতায় দেখতে চায় না: ফখরুল
এর আগে, ১২ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে 'এক দফা' আন্দোলনের ঘোষণা দেন।
এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ জুলাই দেশব্যাপী ২ দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
বিএনপিসহ ৩৬টি দল আজ তাদের এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করতে পারে।
দলটির এই দাবির মধ্যে রয়েছে- বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ মামলা প্রত্যাহার এবং সকল ‘মিথ্যা সাজা’ বাতিল।
আরও পড়ুন: বিএনপির বিজয় মিছিল নয়, পরাজয়ের মিছিল: কাদের
১ বছর আগে
এক দফা আন্দোলন: গাবতলী থেকে পুরান ঢাকার দিকে বিএনপির পদযাত্রা শুরু
এক দফা আন্দোলনের অংশ হিসেবে গাবতলী থেকে পুরান ঢাকার দিকে পদযাত্রা শুরু করে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটে আনুষ্ঠানিকভাবে পদযাত্রা শুরু করেন। যা বিকাল ৪টায় রায় সাহেব বাজার মোড়ে এসে শেষ হবে।
সব মহানগর ও জেলা শহরে একই ধরনের কর্মসূচি পালনের কথা রয়েছে।
'আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ' এবং 'নিরপেক্ষ' সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিরোধী দলের এক দফা আন্দোলনের এটাই প্রথম কর্মসূচি।
আরও পড়ুন: আ. লীগের ভয় দেখানোর কৌশল আর চলবে না, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে: ফখরুল
বিএনপির পাশাপাশি গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম, পিপলস পার্টি, লেবার পার্টি, গণঅধিকার পরিষদ, গণতান্ত্রিক বাম ঐক্য, সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট ও স্বাধীন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও রাজধানীর বিভিন্ন এলাকায় পদযাত্রা করবে।
এর আগে, ১২ জুলাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে 'এক দফা' আন্দোলনের ঘোষণা দেন।
এক দফা দাবি আদায়ে প্রথম কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৮ ও ১৯ জুলাই দেশব্যাপী ২ দিনের পদযাত্রার কর্মসূচি ঘোষণা করেন তিনি।
১৯ জুলাই (বুধবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উত্তরার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। অন্যান্য বিরোধী দল ও জোটও একই দিনে রাজধানীতে এই কর্মসূচি পালন করবে।
দলটির এই দাবির মধ্যে রয়েছে- বর্তমান আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, বিদ্যমান সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য নির্বাচন কমিশন পুনর্গঠন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক বন্দির মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সব ‘মিথ্যা’ ও ‘বানোয়াট’ মামলা প্রত্যাহার এবং সকল ‘মিথ্যা সাজা’ বাতিল।
আরও পড়ুন: হিরো আলমের ওপর হামলা গণতন্ত্রের নামে আ. লীগের তামাশা: ফখরুল
একদফা আন্দোলন: মঙ্গলবার দেশব্যাপী পদযাত্রা করবে বিএনপিসহ সমমনা দলগুলো
১ বছর আগে