বিএনপির সিনিয়র নেতা ড. আব্দুল মঈন খান বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে তাদের এক দফা আন্দোলন সফল করাই তাদের দলের একমাত্র লক্ষ্য।
তিনি বলেন, ‘আমরা এই সমাবেশের আয়োজন করলেও, আমাদের মূল লক্ষ্য এক দফা আন্দোলন। যে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার দেশের ১৮ কোটি মানুষের ওপর তার অপশাসন চাপিয়ে দিয়েছে, আমাদের এক দফা আন্দোলনের মাধ্যমে তা অপসারণ করতে হবে।’
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বর্ণাঢ্য জনসভার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার হামলা, নিপীড়ন, মিথ্যা মামলা, হত্যা ও গুম করে পরোক্ষভাবে একদলীয় বাকশাল শাসন কায়েম করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না।
তিনি বলেন, ‘আমাদের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমরা শপথ নিচ্ছি, রাজপথে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনব।’
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের অভিনন্দনও জানান ড. মঈন খান।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকে জনগণের দাবি মানতে হবে: গয়েশ্বর