শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা
আ. লীগের 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা' শুরু আজ বিকালে
ক্ষমতাসীন আওয়ামী লীগের ২ দিনব্যাপী ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচি আজ মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হতে যাচ্ছে।
সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির 'এক দফা' আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ কর্মসূচি পালন করা হবে।
বিএনপির 'অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা' প্রতিহত করতে শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতির সভাপতিত্বে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন: নিজেদের খোঁড়া কবর থেকে উঠতে পারবে না বিএনপি: কৃষিমন্ত্রী
বিকাল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোভাযাত্রা শুরু হবে। এরপর ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ধানমন্ডির ৩২ নম্বর সড়ক অভিমুখে শোভাযাত্রা করবে। যা শাহবাগ, কাটাবন, সায়েন্স ল্যাবরেটরি, কলাবাগান হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে পৌঁছাবে।
বুধবার তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে একটি শোভাযাত্রা মহাখালীর দিকে রওনা করবে। শোভাযাত্রাটি সাতরাস্তা, তিব্বত মোড়, নাবিস্কো, মহাখালী বাস টার্মিনাল প্রদক্ষিণ করবে।
দুই দিনই মহানগরের বাইরেও কর্মসূচি পালন করবে ঢাকা জেলা আওয়ামী লীগ।
আরও পড়ুন: বিএনপির এক দফা দাবি হালে পানি পায়নি: তথ্যমন্ত্রী
১ বছর আগে