১০ দফা দাবি এক দফায় পরিণত
১০ দফা দাবি এক দফায় পরিণত, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ১০ দফা দাবি এখন এক দফায় পরিণত হয়েছে- শেখ হাসিনার পদত্যাগ।
তিনি বলেন, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।
বুধবার বিকালে দিনাজপুরের ইনস্টিটিউট চত্বরে প্রধান অতিথির ভাষণে মির্জা ফখরুল বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংসদ এবং জনগণের একটি নতুন সরকার গঠন করতে হবে।’
তিনি বলেন, ‘এই আন্দোলন শুধু বিএনপি বা খালেদা জিয়া বা তারেক রহমানের আন্দোলন নয়, এই সংগ্রাম সারা দেশের ১৮ কোটি মানুষের মুক্তির আন্দোলন।’
আরও পড়ুন: বিএনপি রাজধানীতে শোক সমাবেশ করবে বৃহস্পতিবার
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন। বক্তব্য রাখেন জেলা কমিটির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সিনিয়র ভাইস চেয়ারম্যান ডা. এ.জেড.এম. জাহিদ হোসেনসহ অন্যান্যরা।
এর আগে বিভাগের ৮ জেলার নেতা-কর্মীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে সভাস্থলে জড়ো হন।
সমাবেশ শেষে পদযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।
এদিকে ছাত্রলীগের হামলায় দলের ৫০ জন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেন ফখরুল।
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ
আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
১ বছর আগে