শোকমিছিল
ঢাকাসহ সারা দেশে বিএনপির শোকমিছিল আজ
মঙ্গলবার দলের পদযাত্রার সময় লক্ষ্মীপুরে কৃষকদল নেতা নিহতের প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) ঢাকাসহ দেশব্যাপী ‘শোকমিছিল’ করবে বিএনপি।
মঙ্গলবার দল ও জোটের শরিকদের পদযাত্রায় হামলার প্রতিবাদ জানাতেও আজকের কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোকমিছিল বের করবে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বুধবার রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী অভিমুখে দ্বিতীয় দিনের পদযাত্রা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।
পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের সব মহানগর ও জেলা শহরে শোকমিছিল বের করা হবে।
তিনি বলেন, বিকাল ৩টায় নয়াপল্টন থেকে একটি শোকমিছিল বের করে শান্তিনগর, মালিবাগ ও মৌচাক হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে।
আরও পড়ুন: ১০ দফা দাবি এক দফায় পরিণত, শেখ হাসিনার পদত্যাগ: ফখরুল
তিনি বলেন, সরকারের পদত্যাগসহ এক দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করবেন দলের নেতা-কর্মীরা।
এক দফা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার রাজধানীসহ সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি।
মঙ্গলবারের কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত একজন নিহত ও কয়েকশ’ মানুষ আহত হন।
একই দিন রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজের সামনে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনা ঘটে।
১২ জুলাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে ক্ষমতা থেকে অপসারণ করে 'নিরপেক্ষ' সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে 'এক দফা' আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
আরও পড়ুন: আর নিপীড়ন সহ্য নয়, উপযুক্ত জবাব দিন: মির্জা আব্বাস
এক দফা আন্দোলন: আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু
১ বছর আগে