অন্ধকার
দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে দেব না: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ও তার মিত্ররা নির্বাচনের জন্য নয়, বরং দেশকে আবার অন্ধকারের দিকে ঠেলে দিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল চায়।
সোমবার (১৮ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশকে কেউ অন্ধকারের যুগে ঠেলে দিতে পারবে না।’
তিনি বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশ, যার জন্ম হয়েছিল সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আর আমরা তার আদর্শ অনুসরণ করেই এই পরিবর্তন আনব।
আরও পড়ুন: বাজারের চাহিদা অনুযায়ী পাটজাত পণ্যের বহুমুখীকরণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
জাতীয় নির্বাচন পরিচালনার জন্য বাতিল করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু করা হবে বলে বিএনপির দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
তিনি প্রশ্ন রেখে বলেন,‘কেন তারা এটা চায়? তাদের প্রত্যাশা কী? ২০০৮ সালের নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ছিল। ওই নির্বাচনে তারা পেয়েছিল মাত্র ৩০টি আসন। আর আওয়ামী লীগ পেয়েছিল ২৩৩টি আসন।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে এটা মনে রাখতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকে ততদিন গরিবরা খাবার পায়, আশ্রয় পায়।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে কেউ বাড়ি, ঠিকানা ও জমি ছাড়া থাকবে না।
এ লক্ষ্য পূরণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আর এই জিনিসটাই তারা সহ্য করতে পারছে না। সাধারণ ও দরিদ্র মানুষ ভালো জীবন যাপন করছে এটা তারা পছন্দ করে না।’
আরও পড়ুন: জাতির পিতার জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
৭ মাস আগে
শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার।
তিনি বলেন, বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে বাংলাদেশ নৈরাজ্যের দেশে পরিণত হবে। বিএনপি-জামায়াত বাংলাদেশের ভালো চায় না।
শুক্রবার (২১ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবার খাড়েরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: অবাস্তব প্রস্তাব নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ নয়: আইনমন্ত্রী
মন্ত্রী বলেন, ইতিহাস বলে, তারা জাতির পিতাকে হত্যা করেছে এবং সে হত্যার বিচার যাতে না হয় সেজন্য আইন করেছে। শুধু তাই নয়, হত্যাকারীদের চাকরি দেওয়াসহ বিভিন্ন রাজনৈতিক সুবিধা দিয়েছে।
তিনি বলেন, এখন তাদের সঙ্গে রাজনীতি করতে হলে শক্ত হাতে রাজনীতি করতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে তাদের ষড়যন্ত্রকে প্রতিহত করতে হবে।
তিনি বলেন, বিএনপি-জামায়াত চেষ্টা করছে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র করতে, শেখ হাসিনাকে হত্যা করতে। তারা নির্বাচন করতে চায় না, তারা চায় পেছনের দরজা দিয়ে আবার কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাক।
আইনমন্ত্রী আরও বলেন, তত্ত্বাবধায়ক সরকার আর আসবে না, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন কমিশন আগামী নির্বাচন করবে।
আরও পড়ুন: সংবিধান না মানলে দেশের নাগরিক বলা ঠিক না: আইনমন্ত্রী
শ্রমিক নেতা শহিদুল হত্যার সুষ্ঠু তদন্ত চায় মার্কিন প্রতিনিধি দল: আইনমন্ত্রী
১ বছর আগে