উদ্যান
ভেঙে পড়ল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির যুব সমাবেশের মঞ্চ
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সহযোগী সংগঠনের যুব সমাবেশের আনুষ্ঠানিকতা শুরুর আগেই কর্মসূচির জন্য তৈরি মঞ্চ ভেঙে পড়েছে।
শনিবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করার সময় এ ঘটনা ঘটে।
এদিকে দুপুর ২টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ৩টায়ও শুরু করতে পারেনি সমাবেশ।
এছাড়া বারবার অনুসারীদের মাটিতে বসে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাতে দেখা গেছে নেতাদের।
আরও পড়ুন: ডেঙ্গুর ব্যর্থতায় ঢাকার দুই মেয়রের পদত্যাগ চায় বিএনপি
বিএনপির সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা প্রখর রোদে জনসমাগম উজ্জীবিত রাখতে ভাঙা মঞ্চে দেশাত্মবোধক গান ও ছোট নাটক পরিবেশন করতে থাকেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে ধসে পড়া মঞ্চে পা রাখেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এবং চলমান এক দফা আন্দোলন জোরদার করতে তরুণদের বিভিন্ন দিকনির্দেশনা দেবেন।
নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনসহ তাদের এক দফা দাবি জানাতে হাজার হাজার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা সমাবেশস্থলে সমবেত হন।
ঢাকার বিভিন্ন এলাকা থেকে যুব নেতা-কর্মীরা বিভিন্ন রঙের ক্যাপ পরিহিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও দলের শীর্ষ নেতাদের প্রতিকৃতি নিয়ে সকাল থেকেই মিছিলে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।
সমাবেশস্থলের প্রধান স্থান ছাড়াও আশপাশের সড়কে অবস্থান নেয় বিএনপি নেতা-কর্মীরা। এতে আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সমাবেশস্থলের চারপাশে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল তাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার মূল উদ্দেশ্য নিয়ে সমাবেশের আয়োজন করেছে।
আরও পড়ুন: সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশে’ বিএনপি সমর্থকরা
কৃষিমন্ত্রীর হাতে এক দফার লিফলেট দিলেন বিএনপি নেতা মিলন
১ বছর আগে