শান্তি ও উন্নয়ন সমাবেশ
বিএনপির স্বপ্ন স্বপ্নই থেকে যাবে: কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, সে স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
রবিবার দুপুরে ওবায়দুল কাদের নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘তারা (বিএনপি) শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবি করে আসছে। তত্ত্বাবধায়ক সরকার আসলে বিএনপি ১০টি আসনও পাবে না। বিএনপি আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বিদেশিদের কাছে নালিশ করে আসছে, তাতে কোনো লাভ হবে না।’
আরও পড়ুন: রাজনৈতিক অপরাধ থেকে সমাজ রক্ষায় কাজ করুন: তথ্যমন্ত্রী
তিনি প্রশ্ন করেন, ‘নোয়াখালীর একটি জনসভায় মির্জা ফখরুল এসে বক্তৃতা করেছেন। সেখানে তিনি শেখ হাসিনা ও আমাকে কটাক্ষ করে গালি-গালাজ করে গেছেন। সেসব খারাপ কথা তার মুখ দিয়ে বের হয় কীভাবে?’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত ৪৮ বছরে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে বলেন, এ সরকারের নানামুখী উন্নয়ন বিএনপির নেতাদের চোখে পড়ে না, কারণ তারা অন্ধ।
ওবায়দুল কাদের বলেন, ভবিষ্যতে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) কর্তৃক আরও ২০টি সেতু নির্মাণের মতো প্রকল্পের মাধ্যমে উন্নয়নের প্রতি সরকারের অঙ্গীকার স্পষ্ট।
আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলো শুভংকরের ফাঁকি: তাজুল ইসলাম
নির্বাচনে অংশ নিতে বিএনপির শর্ত অসাংবিধানিক: কাদের
১ বছর আগে