গোয়েন্দা প্রতিবেদন
আ. লীগ ও বিএনপির কর্মসূচির অনুমতি দেয়নি ডিএমপি
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগের গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে বিএনপি ও আওয়ামী লীগকে শনিবার রাজধানীর সব প্রবেশপথে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডিএমপি কমিশনার এ সিদ্ধান্তের কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘শনিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর সব প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও আওয়ামী লীগ। রাজনৈতিক দলগুলো এই কর্মসূচি পালনের জন্য ঢাকা মহানগর পুলিশের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগের গোয়েন্দা প্রতিবেদন বিবেচনায় নিয়ে ডিএমপি সব রাজনৈতিক দলকে আগামীকালের অবস্থান কর্মসূচির অনুমতি দেয়নি।’
আরও পড়ুন: বিএনপিকে গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ ডিএমপির
পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে আগামীকাল উভয় সমাবেশের অনুমতি দেওয়া হবে: ডিএমপি কমিশনার
১ বছর আগে