চিফ ইঞ্জিনিয়ার
নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন, ভোগদখল ও পাচারের অভিযোগে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার ড. এস এম নাজমুল হক ও তার স্ত্রী সাহেলা নাজমুল এর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করেছে।
রবিবার (৩০ জুলাই) দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ মামলাটি করেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) আরিফ সাদিক ইউএনবিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, অভিযুক্ত সাহেলা নাজমুল তার স্বামী ড. এস এম নাজমুল হকের (চিফ ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার, নৌপরিবহন অধিদপ্তর) দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২ কোটি ১৬ লাখ ৬১ হাজার ২৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন। তিনি স্বেচ্ছায়-স্বজ্ঞানে দুদক কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত ড. এস এম নাজমুল হক (৫২) চাকরিকালীন ঘুষ ও দুর্নীতির মাধ্যমে করা আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত্ত করতে তার স্ত্রী সাহেলা নাজমুল এর নামে পরিচালিত বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসা প্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করেছেন। এর মাধ্যমে তিনি দণ্ডবিধির ১০৯ ও মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
চাকরিকালীন সময় ২০০৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এসব অপরাধ সংগঠিত হয়েছে বলে প্রমাণ পায় দুদকের তদন্ত দল।
আরও পড়ুন: দুদকের চার্জশিটে নাম আসায় খুলনার সিভিল সার্জনকে ওএসডি
ইবিতে নিয়োগে অনিয়ম: ভিসির বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
খুলনায় পুকুর থেকে দুদকের আইনজীবীর লাশ উদ্ধার
১ বছর আগে