ডিবি অফিস
গয়েশ্বরের ডিবি অফিসে দুপুরের খাবার খাওয়ার ভিডিও ছড়ানোতে কোনো দোষ দেখেন না কাদের
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খাবার খাওয়ানোর ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় অসুবিধা দেখছেন না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
সোমবার (৩১ জুলাই) বেলা ১১টায় সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়কে দুপুরের খবার খাওয়ানোর ভিডিও প্রকাশের বিষয়টি সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, ‘তো হয়েছে কী? যা সত্য, সেটা আসছে; অসুবিধা কী? যেটা সত্য এটা আসছে, সেটা তো আর কিছু বলার নেই।’
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি কেন খেলেন এটা জিজ্ঞেস করেন। এত ক্ষুধা রাজনীতিক নেতার? কীসের রাজনীতিক? তিন দিনও খাইনি আমরা একসঙ্গে। আন্দোলনে হয়তো উনার ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগছে উনি খেয়েছেন। আমানের বিষয়টা সৌজন্য। তিনি একজন রাজনৈতিক কর্মী, তার কাছে নেত্রী কিছু ফল পাঠিয়েছেন, এটি পাঠাতেই পারেন। রাজনীতিতে সৌজন্যতা তো বিদায় নেবে না।’
আরও পড়ুন: বিএনপির ওপর মার্কিন ভিসানীতি প্রয়োগ করা উচিত: ওবায়দুল কাদের
এ ধরনের ভিডিও প্রকাশের রাজনৈতিক শিষ্টাচার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা কি রাজনৈতিকরা করছে? গোয়েন্দার কাজই তো এটা। গোয়েন্দা গোয়েন্দাই। সে তো তথ্য নিয়ে বের করার জন্য বসে আছে। বিপ্লব বড়ুয়া বা আরাফাত গিয়ে তো করেনি।’
শনিবার ডিবি অফিসের প্রধান হারুন-অর-রশিদের সঙ্গে গয়েশ্বর দুপুরের খাবার খাচ্ছেন এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের সময় ধোলাইখাল থেকে ওই বিএনপি নেতাকে আটক করা হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
রবিবার নয়াপল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গয়েশ্বর বলেন, ডিবি কার্যালয়ে তার দুপুরের খাবারের ভিডিও ও ছবি মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্রচার করা হয়েছে।
তিনি বলেন, ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া একটি নিম্নরুচির পরিচায়ক এবং অত্যন্ত লজ্জাজনক ও ঘৃণ্য কাজ।
আরও পড়ুন: খেলা হবে তারেক ও হাওয়া ভবনের বিরুদ্ধে: ওবায়দুল কাদের
আন্দোলনে জননিরাপত্তা বিঘ্নিত হলে দায় বিএনপিকেই নিতে হবে: কাদের
১ বছর আগে