গাড়ি চাপা
দ. কোরিয়ায় ফুটপাতে গাড়ি চাপা ও ছুরিকাঘাতে ১৩ পথচারী আহত
দক্ষিণ কোরিয়ার সেওংনাম শহরে এক ব্যক্তি গাড়ি চাপা দিয়ে এবং ছুরিকাঘাত করে কমপক্ষে ১৩ জনকে আহত করেছেন।
বৃহস্পতিবার (৩ আগস্ট) শহরের একটি পাতাল রেল স্টেশনে এ ঘটনা ঘটে।
দক্ষিণ গিয়াংগি প্রাদেশিক পুলিশ বিভাগের কর্মকর্তা ইউন সুং-হিউন বলেছেন, গাড়ি চাপায় কমপক্ষে ৯ জন এবং ছুরিকাঘাতে আরও চার জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, ওই ব্যক্তির গাড়ি প্রথমে ফুটপাথে ধাক্কা খেলে তিনি গাড়ি থেকে বেরিয়ে আসেন। এরপর নিকটস্থ পাতাল রেলস্টেশনে লোকজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকেন। এ সময় অন্তত ১৩ জন আহত হন।
আরও পড়ুন: বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য ৩ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে দ.কোরিয়া
তবে আহতদের অবস্থা গুরুতর কি না- তা নিশ্চিত করেনি পুলিশ।
ঘটনাস্থল থেকে আটক অজ্ঞাতনামা সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সি জানিয়েছে, তারা আঞ্চলিক পুলিশ প্রধানদের সঙ্গে একটি অনলাইন সভা করবে। সেখানে ছুরিকাঘাত এবং অন্যান্য আক্রমণ মোকাবিলা করার উপায় নিয়ে আলোচনা করবেন।
পুলিশ জানিয়েছে, গত মাসে রাজধানী সিউলের একটি রাস্তায় এক ব্যক্তি অন্তত চার পথচারীকে ছুরিকাঘাত করে। এদের মধ্যে একজন নিহত হয়।
আরও পড়ুন: দ. কোরিয়ার সমুদ্রতীরবর্তী শহরে দাবানল, পালিয়েছে শত শত মানুষ
দুর্নীতির অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রেসিডেন্ট লিকে বিশেষ ক্ষমা ঘোষণা দ. কোরিয়ার
১ বছর আগে