অপারেশন হিলসাইড
'অপারেশন হিলসাইড': নতুন জঙ্গি সংগঠন 'ইমাম মাহমুদের কাফেলা'র ১০ সদস্য আটক
মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম এলাকায় ‘অপারেশন হিলসাইড’ নামে অভিযান চালিয়েছে নবগঠিত জঙ্গি সংগঠন 'ইমাম মাহমুদের কাফেলা'র ১০ সদস্যকে আটক করেছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা।
শনিবার (১২ আগস্ট) উপজেলার পূর্ব টাট্রিউলি গ্রামেও জঙ্গিদের ওই আস্তানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ছাড়া গোপন ওই আস্তানা থেকে তিন শিশুকেও উদ্ধার করা হয়।
আটকরা হলেন- সাতক্ষীরার তালা উপজেলার শরিফুল ইসলাম (৪০), তার স্ত্রী আমিনা বেগম (৪০), তাদের ২০ বছরের মেয়ে হাবিবা বিনতে শরিফুল; কিশোরগঞ্জের ইটনা উপজেলার হাফিজ উল্লাহ (২৫); নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার খায়রুল ইসলাম (২২) ও তার স্ত্রী মেঘনা (২২); সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার রফিউল ইসলাম (২২); পাবনার আটঘরিয়া উপজেলার আব্দুস সাত্তারের স্ত্রী শাপলা বেগম (২২); নাটোরের সোহেল তানজিম রানার স্ত্রী মাইশা ইসলাম (২০) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সুমন মিয়ার স্ত্রী সানজিদা খাতুন (১৮)।
অভিযানের পর শনিবার বেলা ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে সিটিটিসি ইউনিটের প্রধান ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, তারা চার পুরুষ ও ছয় নারীকে আটক করেছেন এবং গোপন আস্তানা থেকে তিন শিশুকে উদ্ধার করেছেন।
আরও পড়ুন: মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিলসাইড’ চালাচ্ছে সিটিটিসি
তিনি বলেন, আটকরা নবগঠিত জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলা’র সদস্য।
সিটিটিসি প্রধান বলেন, তারা গোপন আস্তানা থেকে আড়াই কেজি বিস্ফোরক জাতীয় পদার্থ, ৫০টি বিস্ফোরক, প্রশিক্ষণ ম্যানুয়াল, যুদ্ধের বুট, জঙ্গিবাদী বই, স্থানীয়ভাবে তৈরি ধারালো অস্ত্র, নগদ ৩ লাখ ৬১ হাজার টাকা ও অলংকার জব্দ করেছেন।
আসাদুজ্জামান বলেন, তাদের কাছে তথ্য ছিল, একটি জঙ্গি সংগঠন জেলার একটি পাহাড়ে আস্তানা তৈরি করে নতুন করে সদস্য সংগ্রহ করে সংগঠিত হচ্ছে।
সিটিটিসি প্রধান বলেন, আটকদের কাছ থেকে তারা জঙ্গি সংগঠনের মূল পরিকল্পনাকারীর নাম জানতে পেরেছেন এবং তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এর আগে শুক্রবার রাতে জেলা পুলিশের সহায়তায় গ্রামের ওই ভবন ঘেরাও করেন সিটিটিসি সদস্যরা। পরে শনিবার সকালে গোপন ওই আস্তানায় অভিযান চালাতে সব ধরনের প্রস্তুতি নেন তারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম জানান, আটক সন্দেহভাজন জঙ্গিরা অন্য জেলার বাসিন্দা এবং তারা গত দুই মাস ধরে দুর্গম পাহাড়ি এলাকায় বাড়ি তৈরি করে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।
আরও পড়ুন: জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া' নিষিদ্ধ
১ বছর আগে
মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় ‘অপারেশন হিলসাইড’ চালাচ্ছে সিটিটিসি
মৌলভীবাজারের পূর্ব তাকতিউলিতে জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (১২ আগস্ট) সকালে‘অপারেশন হিলসাইড’ নামে এ অভিযান শুরু করা হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে নতুন জঙ্গি সংগঠনের ৪ সদস্য গ্রেপ্তার
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন চলমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট শনিবার সকালে গোপন আস্তানা থেকে উদ্ভূত সম্ভাব্য ঝুঁকি এড়াতে এই অভিযান শুরু করে।
আরও পড়ুন: আদালত থেকে ছিনিয়ে নেওয়া জঙ্গি সোহেলের স্ত্রী গ্রেপ্তার
বান্দরবানে জামাতুল আনসারের প্রশিক্ষক কমান্ডারসহ ৮ জঙ্গি গ্রেপ্তার: র্যাব
১ বছর আগে