কোল
ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি যাওয়া শিশুর লাশ মিলল বিলে
কুষ্টিয়ায় মায়ের সঙ্গে নানাবাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু ইসরাফিলের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) বিকেল ৩টার দিকে কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
আড়াই মাস বয়সী শিশু ইসরাফিল কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরের জিয়াউর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। রাতে খাবারের পর মা ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে রাত ১০টার দিকে ঘুম ভাঙলে দেখতে পান তার পাশে ছেলে নেই। তাৎক্ষণিক বাড়ির সবাই নিয়ে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বুধবার বিকালে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে ইসরাফিরের লাশ উদ্ধার করে পুলিশ।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, ইসরাফিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
লালমনিরহাটে তামাক খেত থেকে শিশুর লাশ উদ্ধার
৬ মাস আগে
কুমিল্লা জেনারেল হাসপাতালে নানির কোল থেকে নবজাতক চুরি
কুমিল্লা জেনারেল (সদর) হাসপাতাল থেকে এক নবজাতককে চুরির অভিযোগ উঠেছে। রবিবার (১৩ আগস্ট) সদর হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে।
চুরি যাওয়া নবজাতকের বয়স চার দিন। নবজাতকটি কুমিল্লা সদর উপজেলার বারোপাড়া এলাকার জসিম উদ্দিন ও আয়েশা বেগমের সন্তান৷
ওই নবজাতক হাসপাতালেই জন্ম নেয় এবং গাইনি ওয়ার্ডে ভর্তি ছিল।
আরও পড়ুন: খুমেক হাসপাতাল থেকে নবজাতক চুরির অভিযোগ
জসিম উদ্দিন বাংলা বলেন, ‘আমি ইপিজেডে কাজ করি। বৃহস্পতিবার আমার মেয়ে সন্তান জন্ম নেয়। আমার স্ত্রী এই হাসপাতালেই ভর্তি ছিলেন। রবিবার (১৩ আগস্ট) গাইনি চিকিৎসক দেখানোর জন্য আমার শাশুড়ি টিকিট কাউন্টারে আসেন। সেখানে এক নারী আমার শাশুড়িকে বলেন তিনি টিকিট কেটে দেবে। নবজাতককে তার কাছে দেওয়ার জন্য বলে। আমার শাশুড়ি তার কোলে দেন। এরপর ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়।
নবজাতকের নানি নূরজাহান বেগম বলেন, ‘আমাকে বলে, টিকিট কেটে দেবে। এই বলেই আমার কোল থেকে তাকে নিয়ে গেছে। সে টিকিট কাউন্টারের দিকে গিয়ে আর আসেনি।’
কুমিল্লা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আব্দুল করিম খন্দকার বলেন, ‘ওই বাচ্চা সুস্থ ছিল। তাদের গাইনি ডাক্তার দেখানোর কোনো পরামর্শ কেউ দেননি।’
তিনি আরও বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমি জেনেছি। নবজাতকের নানি অচেনা এক নারীর কোলে নবজাতককে দিয়েছেন। এরপর থেকে নবজাতকসহ সেই নারীকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।’
তিনি আরও বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি।’
আরও পড়ুন: নাটোরে সদর হাসপাতাল থেকে অভিনব কায়দায় নবজাতক চুরি
রাজশাহীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় ২ চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
১ বছর আগে