ঢাকা আবাহনী
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে রানার্সআপ ঢাকা মোহামেডান
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে রানার্সআপ হয়েছে ঢাকা মোহামেডান।
স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের রানার্সআপ ঢাকা মোহামেডান এসসি সদ্য সমাপ্ত বিপিএলে ১৮ লিগ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়েছে। অন্যদিকে ছয়বারের বিপিএল চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ৩২ পয়েন্ট নিয়ে লিগে তৃতীয় হয়েছে।
মৌসুমের তিনটি বড় ফুটবল ট্রফি - স্বাধীনতা কাপ, ফেডারেশন কাপ এবং বিপিএল জিতে প্রথমবারের মতো ট্রেবল জয়ের বিরল কৃতিত্ব অর্জন করেছে বসুন্ধরা কিংস।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বুধবার বিকালের এই ম্যাচের ১৩তম মিনিটেই নীল-আকাশিদের এগিয়ে নেন মিডফিল্ডার ব্রাজিলিয়ান ব্রুনো গনকালভেস। ২৯তম মিনিটে খেলায় সমতা নিয়ে আসেন সাদা-কালোর ফরোয়ার্ড বাংলাদেশি আরিফ হোসেন।
খেলার ঠিক শেষ মুহূর্তে এই আরিফ হোসেনই সাদা-কালোর জয় এনে দেন মোহামেডানের ও নিজের হয়ে দ্বিতীয় গোলে।
দিনের অন্য ম্যাচে টানা পঞ্চমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের শিরোপা জয়ী বসুন্ধরা কিংস নিজেদের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় শেখ রাসেল কেসিকে ৩-১ গোলে হারিয়েছে।
ম্যাচের ১৪ মিনিটে সার্ভিয়ান ফরোয়ার্ড ভি বালাবানোভিচ দারুণ গোলে শেখ রাসেল কেসিকে এগিয়ে দেন। ৪৭ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েইরা দামাসেনো বসুন্ধরা কিংসের হয়ে সমতা আনেন।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
৭৬ মিনিটে কিংসের হয়ে দ্বিতীয় গোল করেন দেশি ফরোয়ার্ড রাকিব হোসেন। ২ মিনিট পরেই স্ট্রাইকার শেখ মোরসালিন কিংসের হয়ে তৃতীয় গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেন।
এই ম্যাচ শেষে বসুন্ধরা কিংস ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যা লিগ রানার্সআপ মোহামেডান এসসির চেয়ে ১০ পয়েন্ট বেশি। মোহামেডান ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট অর্জন করেছে।
দিনের অন্য ম্যাচে ফরটিস এফসি ৩-১ গোলে চট্টগ্রাম আবাহনী লিমিটেডকে, রহমতগঞ্জ এমএফএস ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে এবং বাংলাদেশ পুলিশ এফসি ২-০ গোলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে পরাজিত করে।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
৬ মাস আগে
বিপিএল ফুটবল: ব্রাদার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিল ঢাকা আবাহনী
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ এর রানার্সআপ পর্বে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসির মধ্যকার রানার্সআপ লড়াই দেশের দুটি ভিন্ন ভেন্যুতে হয়েছে। তবে দিনের খেলা শেষে লড়াইটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে চলে গেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১৭ মে) বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে লিগ রানার্সআপ হয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকালের আরেক ম্যাচে নিচের সারির রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে চলতি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে আধিপত্য হারিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি।
এর আগে গত শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ফুটবলে ঢাকা মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
বসুন্ধরা কিংস ১৫ ম্যাচের তিন ম্যাচ বাকি থাকতেই ৪০ পয়েন্ট অর্জন করেছে এবং ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসি ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট করে নিয়ে রানার্সআপ হওয়ার জন্য লড়াই মাঠে নামছে।
গোপালগঞ্জে সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট ধানমন্ডির দল আবাহনী লিমিটেডের হয়ে হ্যাটট্রিক করেছেন যথাক্রমে ৭০, ৮৬, ৯০ ও ৯০+৪ মিনিটে।
আবাহনীর হয়ে ১০ ও ৬৪ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দাও এবং ৯০+২ মিনিটে বাকি গোলটি করেন স্থানীয় মিডফিল্ডার মেরাজ হোসেন অপি।
গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন উজবেক ডিফেন্ডার নদিরবেক মাভলোনভ।
ম্যাচের ৫০ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার পেপে মুসা ফায়ে সরাসরি লাল কার্ড পাওয়ায় ১০ জনের দলে আটকে যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
ময়মনসিংহে ঢাকা মোহামেডান এসসির হয়ে জোড়া গোল করেন মালির স্ট্রাইকার কাম ক্যাপ্টেন সৌলেমানে দিয়াবাতে।
৯০+৫ মিনিট এবং ৬ মিনিটে মোহামেডান এসসির হয়ে অন্য গোলটি করেন জাফর ইকবাল।
রহমতগঞ্জ এমএফএসের হয়ে ৪২ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেন ঘানার স্ট্রাইকার স্যামুয়েল কোনি এবং ৩৪ মিনিটে আর্নেস্ট বোয়াটেং বাকি গোলটি করেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকালে লিগ পর্বের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও স্বাগতিক শেখ রাসেল কেসির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১১ মিনিটের মাথায় গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড শন পল এবং ৭৩ মিনিটে শেখ রাসেল কেসির হয়ে সমতা ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার গানিয়ু আতান্দা।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
৭ মাস আগে
বিপিএল ফুটবল: পুলিশ এফসির সঙ্গে ড্র হওয়ায় পয়েন্ট হারাল ঢাকা আবাহনী
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১০ মে) বিকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ম্যাচে বাংলাদেশ পুলিশ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র হওয়ায় পয়েন্ট হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
দিনের হতাশা শুরুতে লিগ লিডার বসুন্ধরা কিংসের কাছে ১-২ গোলে হেরে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপার লড়াই থেকে ছিটকে পড়ে ঢাকা আবাহনী লিমিটেড। তবে দলটি ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ হওয়ার দৌড়ে টিকে আছে।
২০১৮-১৯ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জেতা বসুন্ধরা কিংস (কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯-১০ মৌসুমে বিপিএল পরিত্যক্ত) ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম শিরোপা জয়ের জন্য প্রস্তুত। দলটি নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান এসসির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে রয়েছে।
আরও পড়ুন: অফসাইডের সিদ্ধান্ত টুখেলের কাছে ‘চরম বিপর্যয়কর’
ম্যাচের নবম মিনিটেই সেন্ট ভিনসেন্টের ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট (১-০) ব্যবধানে ধানমন্ডির দল আবাহনীকে এগিয়ে দেন।
৮৮ মিনিটে আবাহনী সমর্থকদের হতাশ করে পুলিশ এফসির হয়ে স্থানীয় ফরোয়ার্ড এমএস বাবলু ব্যবধান সমতায় নিয়ে আসেন (১-১)।
মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার বিকালে শেখ রাসেল কেসি ও রহমতগঞ্জ এমএফএসের মধ্যকার দিনের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।
ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং ৫৬ মিনিটে (১-০) পুরান ঢাকার ক্লাব রহমতগঞ্জ এমএফএসের হয়ে প্রথম গোল করেন এবং শেখ রাসেল কেসির হয়ে সার্ভিয়ান বুটার ভোজিস্লাভ বালাবানোভিচ ৬২ মিনিটে (১-১) সমতায় নিয়ে আসেন।
আরও পড়ুন: ‘মাদ্রিদে এটা প্রায়ই হয়’- গোল বাতিল প্রসঙ্গে মুলার
৭ মাস আগে
বিপিএল ফুটবল: ঢাকা আবাহনীকে হারিয়ে পঞ্চম শিরোপার কাছাকাছি বসুন্ধরা কিংস
বসুন্ধরা বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফুটবলে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম শিরোপা জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
শনিবার (৪ মে) সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংস তাদের নিজের মাঠে এই সাফল্য পায়।
প্রথমার্ধে ২-০ গোলের ব্যবধানে আধিপত্য বিস্তার করে তারা।
২০১৮-১৯ আসর থেকে ২০২২-২৩ আসর পর্যন্ত টানা চতুর্থবারের মতো বিপিএল শিরোপা জেতা কিংস (কোভিড-১৯ মহামারির কারণে ২০১৯-১০ আসরে (বিপিএল পরিত্যক্ত) ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম বিপিএল শিরোপা জয়ের জন্য প্রস্তুত। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহামেডান এসসির চেয়ে ৯ পয়েন্ট এগিয়ে এবং তৃতীয় স্থান অর্জনকারী ঢাকা আবাহনী লিমিটেডের চেয়ে ১২ পয়েন্ট এগিয়ে।
আরও পড়ুন: ফিফা বিশ্ব র্যাঙ্কিং: বাংলাদেশের অবস্থান ১৮৪তম
দিনের খেলা শেষে ঢাকা আবাহনী লিমিটেড ১৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের দৌড় থেকে ছিটকে পড়েছে এবং ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তাদের সামান্য আশা বাঁচিয়ে রেখেছে। এছাড়া সব দলেরই চারটি করে ম্যাচ বাকি রয়েছে।
দিনের গুরুত্বপূর্ণ ম্যাচে স্থানীয় ফরোয়ার্ড রাকিব হোসেন ম্যাচের পঞ্চম মিনিটে কিংসের হয়ে প্রথম গোল করেন (১-০) এবং ৩৫ মিনিটে পেনাল্টি থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগুয়েরা জয়সূচক ব্যবধান দ্বিগুণ করেন (২-০)।
৫০তম মিনিটে সেন্ট ভিনসেন্ট ফরোয়ার্ডে কর্নেলিয়াস স্টুয়ার্ট একমাত্র গোল করে ব্যবধান কমিয়ে আবাহনীকে এগিয়ে দেন (২-১)।
আরও পড়ুন: বিপিএল ফুটবল: শেখ রাসেল কেসিকে ১-০ গোলে হারাল ঢাকা আবাহনী
৭ মাস আগে
এএফসি কাপ খেলতে সিলেটে পৌঁছেছে মালদ্বীপের ক্লাব ঈগলস ও ঢাকা আবাহনী
এএফসি কাপ ফুটবল ২০২৩-২৪ এর প্রাথমিক রাউন্ডের ম্যাচ খেলতে সোমবার সিলেটে পৌঁছেছে স্থানীয় ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
এর আগে শুক্রবার মালদ্বীপের ২৮ সদস্যের ক্লাব ঈগলস ফুটবল দলও এএফসি কাপ ফুটবল ২০২৩-২৪ খেলতে সিলেট পৌঁছেছে।
বুধবার (১৬ আগস্ট) সিলেট জেলা স্টেডিয়ামে বেলা সোয়া ৩টায় এশিয়ান টায়ার-২ ক্লাব মিট এএফসি কাপ ফুটবলের প্রাথমিক রাউন্ডের ম্যাচে মালদ্বীপের প্রিমিয়ার লিগের দল ঈগলস ফুটবল ক্লাবের মুখোমুখি হবে ঢাকা আবাহনী লিমিটেড।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়া কাপ: অস্ট্রেলিয়া, ভিয়েতনাম, ফিলিপাইনের সঙ্গে বি গ্রুপে বাংলাদেশ
শনিবার বিকেল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেট বিকেএসপিতে তাদের প্রথম দুই ঘণ্টার ট্রেনিং সেশন সম্পন্ন করেছে সফররত ক্লাব ঈগলস। একই ভেন্যুতে রবিবার ও সোমবার অনুশীলন করেছে তারা।
তবে তাদের প্রতিপক্ষ ঢাকা আবাহনী লিমিটেড ঢাকায় নিজেদের প্রস্তুত করে সোমবার সিলেটে পৌঁছেছে। সিলেট বিকেএসপিতে অনুশীলন করার কথা রয়েছে তাদের।
২২ আগস্ট দক্ষিণ অঞ্চলের প্লে-অফ ম্যাচে কলকাতার মোহনবাগান ও কাঠমান্ডুর মছিন্দ্রা এফসি খেলবে। যদি ঢাকা আবাহনী ক্লাব ঈগলসের বিপক্ষে ম্যাচটি জিততে পারে তাহলে পরবর্তী ম্যাচে ওই দুই দলের খেলায় বিজয়ী দলের সঙ্গে খেলবে আবাহনী।
এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এখন শারজাহ অবস্থান করছে। মঙ্গলবার (১৫ আগস্ট) শারজাহ স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক রাউন্ডের ম্যাচে সংযুক্ত আরব আমিরাত প্রো-লিগ চ্যাম্পিয়ন শারজাহ ফুটবল ক্লাবের সঙ্গে খেলবে তারা।
বসুন্ধরা কিংস যদি চ্যাম্পিয়ন্স লিগের মূল ড্র-এ পৌঁছতে ব্যর্থ হয়, তবে তারা এএফসি কাপ ফুটবলের এশিয়ান টায়ার-২ মিটের গ্রুপ পর্বে খেলার আরেকটি সুযোগ পাবে।
আরও পড়ুন: এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ: স্বাগতিক সিঙ্গাপুরকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
১ বছর আগে