বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবল ২০২৩-২৪ এর রানার্সআপ পর্বে ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসির মধ্যকার রানার্সআপ লড়াই দেশের দুটি ভিন্ন ভেন্যুতে হয়েছে। তবে দিনের খেলা শেষে লড়াইটি উত্তেজনাপূর্ণ পর্যায়ে চলে গেছে।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার(১৭ মে) বিকেলে ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে লিগ রানার্সআপ হয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড।
ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বিকালের আরেক ম্যাচে নিচের সারির রহমতগঞ্জ এমএফএসের সঙ্গে ৩-৩ গোলে ড্র করে চলতি লিগে চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর চেয়ে আধিপত্য হারিয়েছে ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন ঢাকা মোহামেডান এসসি।
এর আগে গত শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের (বিপিএল) ফুটবলে ঢাকা মোহামেডান এসসিকে ২-১ গোলে হারিয়ে টানা পঞ্চমবারের মতো শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস।
আরও পড়ুন: জয়ের ধারায় ছেদ পড়ল ‘মেসিবিহীন’ ইন্টার মায়ামির
বসুন্ধরা কিংস ১৫ ম্যাচের তিন ম্যাচ বাকি থাকতেই ৪০ পয়েন্ট অর্জন করেছে এবং ঢাকা আবাহনী লিমিটেড ও ঢাকা মোহামেডান এসসি ১৬ ম্যাচে ২৯ পয়েন্ট করে নিয়ে রানার্সআপ হওয়ার জন্য লড়াই মাঠে নামছে।
গোপালগঞ্জে সেন্ট ভিনসেন্টের স্ট্রাইকার কর্নেলিয়াস স্টুয়ার্ট ধানমন্ডির দল আবাহনী লিমিটেডের হয়ে হ্যাটট্রিক করেছেন যথাক্রমে ৭০, ৮৬, ৯০ ও ৯০+৪ মিনিটে।
আবাহনীর হয়ে ১০ ও ৬৪ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়াশিংটন ব্রান্দাও এবং ৯০+২ মিনিটে বাকি গোলটি করেন স্থানীয় মিডফিল্ডার মেরাজ হোসেন অপি।
গোপীবাগের দল ব্রাদার্স ইউনিয়নের হয়ে ৭৯ মিনিটে পেনাল্টি থেকে সান্ত্বনাসূচক গোলটি করেন উজবেক ডিফেন্ডার নদিরবেক মাভলোনভ।
ম্যাচের ৫০ মিনিটে গাম্বিয়ান ডিফেন্ডার পেপে মুসা ফায়ে সরাসরি লাল কার্ড পাওয়ায় ১০ জনের দলে আটকে যায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব।
ময়মনসিংহে ঢাকা মোহামেডান এসসির হয়ে জোড়া গোল করেন মালির স্ট্রাইকার কাম ক্যাপ্টেন সৌলেমানে দিয়াবাতে।
৯০+৫ মিনিট এবং ৬ মিনিটে মোহামেডান এসসির হয়ে অন্য গোলটি করেন জাফর ইকবাল।
রহমতগঞ্জ এমএফএসের হয়ে ৪২ ও ৬৫ মিনিটে জোড়া গোল করেন ঘানার স্ট্রাইকার স্যামুয়েল কোনি এবং ৩৪ মিনিটে আর্নেস্ট বোয়াটেং বাকি গোলটি করেন।
বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার বিকালে লিগ পর্বের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনী লিমিটেড ও স্বাগতিক শেখ রাসেল কেসির মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
১১ মিনিটের মাথায় গোল করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড শন পল এবং ৭৩ মিনিটে শেখ রাসেল কেসির হয়ে সমতা ফেরান নাইজেরিয়ান ডিফেন্ডার গানিয়ু আতান্দা।