গায়েবানা জানাজা
কোটা আন্দোলন: নিহতদের গায়েবানা জানাজা পড়বে বিএনপি-জোটের শরিকরা
কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে বুধবার সারা দেশে গায়েবানা জানাজার নামাজ পড়বেন বিএনপিসহ একই আন্দোলনে জড়িত অন্যান্য দলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৬ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: কোটা সংস্কার আন্দোলনকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি ছাত্রদলের
তিনি বলেন, বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।
ফখরুল বলেন, একই দিনে সারা দেশে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।
আরও পড়ুন: দেশের মানুষকে কোটা আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের
৫ মাস আগে
চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০
চট্টগ্রামে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও মুসল্লিদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষের সময় পুলিশ ৩০ জনকে আটক করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ২০, আটক ৫
মঙ্গলবার (১৫ আগস্ট) আছরের নামাজের পর কাজীর দেউড়ি ও আলমাস সিনেমা হলের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ে।
পুলিশ মাওলানা সাঈদীর জানাজা পড়তে আসা মুসল্লিদের উপর লাঠিচার্জ ও কাদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। অবশ্য এর আগেই দুপুরের দিকে জামায়াতের পক্ষ থেকে বাদ আছর জমিয়তুল ফালাহ বিশ্বমসজিদের মাঠে আহ্বান করা গায়েবানা জানাজা স্থগিত করা হয় বলে জানায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
১ বছর আগে
ঢাকায় সাঈদীর গায়েবানা জানাজা হবে না: ডিএমপি প্রধান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক মঙ্গলবার (১৫ আগস্ট) বলেছেন, যুদ্ধাপরাধের আসামি ও জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা রাজধানীতে হতে দেওয়া হবে না।
সোমবার রাতে জামায়াত-শিবিরের হামলা-ভাঙচুরের কথা বিবেচনা করে অনুমতি দেওয়া হবে না বলে জানান তিনি।
আজ সকালে রাজধানীর মিন্টু রোডে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যু ও পরবর্তী প্রতিক্রিয়া নিয়ে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার এ মন্তব্য করেন।
আরও পড়ুন: সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে সমর্থকদের বিক্ষোভ: শাহবাগে মোটরসাইকেলে আগুন
ডিএমপি প্রধান বলেন, ফজরের নামাজের পর জামায়াত-শিবিরের কর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল এলাকা দখল করে এবং সাঈদীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স ঘিরে বিক্ষোভ করে।
ঢাকার শাহবাগে বিএসএমএমইউর সামনে তারা কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা চালায়।
পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে বাধ্য হয়।
এর আগে সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন দেলোয়ার হোসেন সাঈদী।
আরও পড়ুন: যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন
বুকে ব্যথা নিয়ে কারাগার থেকে হাসপাতালে সাঈদী
১ বছর আগে