দফায় দফায় সংঘর্ষ
চট্টগ্রামে সাঈদীর গায়েবানা জানাজা: দফায় দফায় সংঘর্ষ, আটক ৩০
চট্টগ্রামে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজাকে কেন্দ্র করে জামায়াত, শিবির ও মুসল্লিদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।
এতে পুলিশসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষের সময় পুলিশ ৩০ জনকে আটক করেছেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: গুলিবিদ্ধসহ আহত ২০, আটক ৫
মঙ্গলবার (১৫ আগস্ট) আছরের নামাজের পর কাজীর দেউড়ি ও আলমাস সিনেমা হলের সামনে এই সংঘর্ষ শুরু হয়।
পরে কাজীর দেউড়ি মোড়, ওয়াসার মোড়, জিইসি মোড় ও লালখান বাজারসহ নগরের বিভিন্ন স্থানে তা ছড়িয়ে পড়ে।
পুলিশ মাওলানা সাঈদীর জানাজা পড়তে আসা মুসল্লিদের উপর লাঠিচার্জ ও কাদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। অবশ্য এর আগেই দুপুরের দিকে জামায়াতের পক্ষ থেকে বাদ আছর জমিয়তুল ফালাহ বিশ্বমসজিদের মাঠে আহ্বান করা গায়েবানা জানাজা স্থগিত করা হয় বলে জানায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় কমিটি গঠন নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
১ বছর আগে