মিঠামইন হাওর
মিঠামইন হাওরে গোসল করতে নেমে তরুণ নিখোঁজ
বন্ধুদের সঙ্গে কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টের হাওরে গোসল করতে নেমে আবীর হোসেন (২০) নামে এক তরুণ নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১২ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের মিঠামইন জিরোপয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেঘনায় ড্রেজার ডুবির ঘটনায় ২ জনের লাশ উদ্ধার, নিখোঁজ ৩
আবীর হোসেন ঢাকার উত্তর মুগদা পাড়ার বাসিন্দা আবদুল আলিম ও আঁখি আক্তার দম্পতির ছেলে।
প্রত্যক্ষদর্শী পর্যটক সুজন আহমেদ ইমরান বলেন, আমরা বন্ধুরা একসঙ্গে হাওরে গোসল করছিলাম। পাশেই গোসল করছিল আবীররা। হঠাৎ আবীরের সঙ্গে থাকা একজন ডুবে যাচ্ছিল। তাকে বাঁচতে গিয়ে তলিয়ে যায় আবীর। আমরা আবীরকে উদ্ধার করতে চেষ্টা করি। ততক্ষণে পানিতে তলিয়ে ভেসে গেছে। পরে ফায়ার সার্ভিসে খবর দেই।
মিঠামইন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। আমাদের ডুবরি দল কিশোরগঞ্জ থেকে রওনা হয়েছে। তারা এলে উদ্ধার অভিযান শুরু হবে।’
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: নেপালে ভূমিধসে ২ বাস নদীতে ভেসে গিয়ে ৬০ যাত্রী নিখোঁজ
টাঙ্গন নদীতে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
৪ মাস আগে
মিঠামইনে নিখোঁজের ২৬ ঘণ্টা পর জেলের লাশ উদ্ধার
কিশোরগঞ্জের মিঠামইন হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর সৈয়দ মিয়ার (৬০) ভাসমান লাশ উদ্ধার করেছেন জেলেরা।
আজ শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের মেষ্টা গ্রামের পাশে হাওরে ভাসমান লাশ দেখতে পেয়ে জেলেরা উদ্ধার করেন। এ সময়, নিহতের স্বজনরা এসে লাশ বাড়ি নিয়ে যান।
নিহত জেলে সৈয়দ মিয়া একই ইউনিয়নের আতপাশা (নয়াবাড়ি) গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈয়দ মিয়া উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর বাজার সংলগ্ন খালে স্রোতের পানিতে কুণি জাল (তেওড়া জাল) দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে খালের গভীরে জাল আটকা পড়ে।
আরও পড়ুন: মহেশপুরে বাওড় থেকে কৃষকের লাশ উদ্ধার
তখন জাল ছাড়ানোর জন্য পানিতে ডুব দিয়ে চেষ্টা করেন তিনি। জাল ছাড়াতে না পেড়ে একাধিকবার ডুব দেন। এক পর্যায়ে তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি।
পরে, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল দুপুর সোয়া ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করেন। তার আগে, স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা দিকে উদ্ধার কাজ বন্ধ করার সময় নিখোঁজ সৈয়দ মিয়ার কোনো সন্ধান মেলেনি। রাতের অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধার কাজ বন্ধ রাখে ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার।
আরও পড়ুন: ময়মনসিংহে নবদম্পতির লাশ উদ্ধার
নওগাঁয় বাগান থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার
১ বছর আগে