কিশোরগঞ্জের মিঠামইন হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার ২৬ ঘণ্টা পর সৈয়দ মিয়ার (৬০) ভাসমান লাশ উদ্ধার করেছেন জেলেরা।
আজ শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর ইউনিয়নের মেষ্টা গ্রামের পাশে হাওরে ভাসমান লাশ দেখতে পেয়ে জেলেরা উদ্ধার করেন। এ সময়, নিহতের স্বজনরা এসে লাশ বাড়ি নিয়ে যান।
নিহত জেলে সৈয়দ মিয়া একই ইউনিয়নের আতপাশা (নয়াবাড়ি) গ্রামের মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সৈয়দ মিয়া উপজেলার ঢাকী ইউনিয়নের মাহমুদপুর বাজার সংলগ্ন খালে স্রোতের পানিতে কুণি জাল (তেওড়া জাল) দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার এক পর্যায়ে খালের গভীরে জাল আটকা পড়ে।
আরও পড়ুন: মহেশপুরে বাওড় থেকে কৃষকের লাশ উদ্ধার
তখন জাল ছাড়ানোর জন্য পানিতে ডুব দিয়ে চেষ্টা করেন তিনি। জাল ছাড়াতে না পেড়ে একাধিকবার ডুব দেন। এক পর্যায়ে তিনি আর পানি থেকে উঠে আসতে পারেননি।
পরে, খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৫ সদস্যের ডুবুরি দল দুপুর সোয়া ৩টার দিকে উদ্ধার কাজ শুরু করেন। তার আগে, স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা দিকে উদ্ধার কাজ বন্ধ করার সময় নিখোঁজ সৈয়দ মিয়ার কোনো সন্ধান মেলেনি। রাতের অন্ধকার ও স্রোতের কারণে উদ্ধার কাজ বন্ধ রাখে ফায়ার সার্ভিস।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার।
আরও পড়ুন: ময়মনসিংহে নবদম্পতির লাশ উদ্ধার