বাংলাদেশ সিভিল সার্ভিস
৪৩তম বিসিএস লিখিত পরীক্ষায় পাস করেছে ৯৮৪১ জন
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) লিখিত পরীক্ষায় মোট ৯ হাজার ৮৪১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রবিবার (২০ আগস্ট) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ফলাফল প্রকাশ করেছে।
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২০২১ সালের ২৯ অক্টোবর অনুষ্ঠিত হয় এবং প্রায় ১৫ হাজার ২২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। লিখিত পরীক্ষা ২০২২ সালে অনুষ্ঠিত হয়েছিল।
৪৩তম বিসিএস থেকে ১ হাজার ৮১৪ জন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, ফরেন সার্ভিসে ২৫, শিক্ষায় ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সেশনে ১৯, কাস্টমস ১৪ ও সমবায় ক্যাডারে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।
আরও পড়ুন: ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
৪৪তম বিসিএসের আরবি ও ইসলামিক স্টাডিজের লিখিত পরীক্ষা ১১ জানুয়ারি
সুপারিশপ্রাপ্ত পাঁচজনকে বিসিএস ক্যাডার হিসেবে নিয়োগের নির্দেশ
১ বছর আগে
প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের উন্নয়ন এজেন্ডা ও চ্যালেঞ্জ নিয়ে সেমিনার
বাংলাদেশের উন্নয়ন এজেন্ডা ও চ্যালেঞ্জ নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। গভর্নেন্স ইনোভেশন ইউনিটের আয়োজিত সেমিনারটিতে দেশের ভবিষ্যৎ উন্নয়ন এজেন্ডা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশের সিভিল সার্ভিসের সক্ষমতা উন্নয়ন বিষয়ে হার্ভার্ড কেনেডি স্কুলের এএসএইচ সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স অ্যান্ড ইনোভেশন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মধ্যে সই হওয়া সমঝোতা স্মারকের অংশ হিসেবে এ সেমিনার আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন- প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী এবং সভাপতিত্ব করেন গভর্নেন্স ইনোভেশন ইউনিটের মহাপরিচালক ড. মোহাম্মদ আবদুল লতিফ।
এতে হার্ভার্ড ইউনিভার্সিটির এএসএইচ সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্সের বিশিষ্ট অনুষদ সদস্যরা বিভিন্ন বিষয়ে তাদের বক্তৃতা দেন।
যার মাঝে রয়েছে- পাবলিক ভ্যালু ও পাবলিক এডমিনিস্ট্রেশন, এডমিনিস্ট্রেটিভ রিফর্ম, কস্ট অব ক্লাইমেট চেন্জ-ডিজাস্টার রেসপন্স এবং এনার্জি ট্রানজিশন এর মত বিষয়গুলো।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ-ব্রুনাই দ্বিপক্ষীয় আলোচনা সম্পন্ন
বাংলাদেশের উন্নয়ন এজেন্ডা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যরা যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটির সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট, ইউনাইটেড ইন্টারন্যাশনালের সেন্টার ফর এনার্জি রিসার্চ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট-এর গবেষকদের আমন্ত্রণ জানানো হয় এবং তারা আলোচনায় অংশ নেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ বিভাগের পেশাজীবী কর্মকর্তাগণও সেমিনারে অংশগ্রহণ করেন। বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার, বাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি এবং ইনস্টিটিউট অব পাবলিক ফাইন্যান্সের অনুষদ সদস্যরাও এতে অংশ নেন।
অংশগ্রহণকারী ও অতিথিরা তাদের মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করেন এবং বাংলাদেশের আসন্ন ভবিষ্যত উন্নয়ন এজেন্ডা সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
আরও পড়ুন: জরুরি সেবা চালু রাখতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৬ নির্দেশনা
শুধু সেনা ও নৌবাহিনীর ত্রাণ দেয়ার সংবাদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের খারিজ
১ বছর আগে
৪৫তম বিসিএসের সার্কুলার প্রকাশ
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) বুধবার ৪৫তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দুই হাজার ৩০৯টি ক্যাডার পদ এবং এক হাজার ২২ নন-ক্যাডার পদের জন্য আবেদন চাওয়া হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস জানান, চলতি বছরের ১০ ডিসেম্বর সকাল ১০টায়, আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় আবেদনের সময় শেষ হবে। সার্কুলারটি পিএসসি’র ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রথমবারের মতো প্রার্থীরা নন-ক্যাডার পদের জন্য ক্যাডার পদের মতো পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন।
আবেদন প্রক্রিয়ার বিস্তারিত তথ্য পিএসসি’র ওয়েবসাইট এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুন: পিএসসির সামনে ৪০তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের মানববন্ধন
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
২ বছর আগে
৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ
৪৪তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষার ফল বুধবার প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৫ হাজার ৭০৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
আরও পড়ুন: সিলেটে ৮ কেন্দ্রে হবে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এছাড়া মোবাইল থেকে ক্ষুদে বার্তা (এসএমএস) পাঠিয়েও ফল জানা যাবে।
চলতি বছরের ২৭ মে ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
২ বছর আগে
৪৩তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, ১৫ হাজার ২২৯ জন উত্তীর্ণ
৪৩তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে সর্বমোট ১৫ হাজার ২২৯ জন পরীক্ষার্র্থী পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিসিএসে বিস্তারিত ফলাফল পিএসসির ওয়েবসাইট : www.bpsc.gov.bd. এ পাওয়া যাবে। এছাড়া মোবাইলে পিএসসি<স্পেস<৪৩>স্পেস>রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলি পরীক্ষায় মোট ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি আবেদন জমা পড়েছিল। পরীক্ষায় অংশ নিয়েছিল ৩ লাখ ২১ হাজার ৬৫০ জন প্রার্থী।
আরও পড়ুন: বিসিএসে সুপারিশপ্রাপ্ত ৮৪ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের নির্দেশ
৪২তম বিশেষ বিসিএস: ৪ হাজার চিকিৎসককে নিয়োগের সুপারিশ
৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
২ বছর আগে
প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত
প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রবিবার জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
৪ বছর আগে
৩৪ ও ৩৫তম বিসিএসের ২৭ জনকে নিয়োগের নির্দেশ
৩৪ ও ৩৫তম বিসিএস (বাংলাদেশ সিভিল সার্ভিস) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ২৭ জনকে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রায় পাওয়ার ৬০ দিনের মধ্যে দুই বিসিএসে অন্যদের নিয়োগ পাওয়ার তারিখ থেকে তাদেরও নিয়োগ দিতে হবে।
৪ বছর আগে