অঙ্গহানি
সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবার ৫ লাখ, অঙ্গহানিতে পাবেন ৩ লাখ টাকা
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা এবং অঙ্গহানির শিকার ব্যক্তিদের ৩ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে সরকার।
রবিবার (২০ আগস্ট) মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কখা বলেন।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কত টোল দিতে হবে জানালেন ওবায়দুল কাদের
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী আমরা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং অক্টোবরে জাতীয় সড়ক নিরাপত্তা দিবসে তিনি ক্ষতিপূরণ কর্মসূচির উদ্বোধন করবেন।
বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি। সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক প্রস্তুত করব।
এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে বিআরটিএ চেয়ারম্যান বলেন, এটি অব্যাহত থাকবে।
আরও পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিমানবন্দর-ফার্মগেট অংশ উদ্বোধন ২ সেপ্টেম্বর
এলিভেটেড এক্সপ্রেসওয়ের এয়ারপোর্ট-ফার্মগেট সেকশন সেপ্টেম্বরে চালু হবে: কাদের
১ বছর আগে