কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে ছোট ভাইকে হত্যায় দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের কটিয়াদীতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লব নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
সোমবার (৬ নভেম্বর) সাড়ে ১২টার দিকে মামলার একমাত্র আসামির উপস্থিতিতে কিশোরগঞ্জের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভীন এ রায় দেন।
আরও পড়ুন: জয়পুরহাটে ছেলেকে হত্যার দায়ে বাবার মৃত্যুদণ্ড
মৃত্যুদণ্ড প্রাপ্ত নজরুল কাটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের সাবেক পুলিশ সদস্য নূরুজ্জামানের ছেলে।
আদালত সূত্র ও মামলার এজাহার থেকে জানা গেছে, পারিবারিক বিরোধীদের জেরে ২০১৮ সালের ২০ এপ্রিল বিকালে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় ছোট ভাই মাসুদ উজ জামানকে কুপিয়ে হত্যা করেন বড় ভাই নজরুল। এসময় হামলায় মাসুদের স্ত্রী ও বাবাও আহত হন।
এ ঘটনায় এ ঘটনার দুদিন পর ২২ এপ্রিল নিহতের স্ত্রী নিপা বেগম বাদী হয়ে কটিয়াদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ নজরুলকে গ্রেপ্তার করে। পরে তিনি ১৬৪ ধারায় জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২০১৮ সালের ৮ আগস্ট একমাত্র আসামি নজরুলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা কটিয়াদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নূরুল ইসলাম। দীর্ঘ শুনানি পর সোমবার আদালতের বিচারক রায়ে নজরুলকে মৃত্যুদণ্ড দেন।
আরও পড়ুন: নাটোরে স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড
হবিগঞ্জে অন্তঃসত্ত্বাকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
১ বছর আগে
কিশোরগঞ্জে হত্যা মামলায় ৩ ভাইসহ ৭ জনের যাবজ্জীবন
কিশোরগঞ্জের আক্তারুজ্জামান হত্যা মামলায় ৩ ভাইসহ ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।
আরও পড়ুন: সিলেটে মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন
এসময় আসামি আল আমিন ও এনামুল হক ছাড়া অন্য পাঁচ আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আব্দুল গফুরের তিন ছেলে আসাদ মিয়া, আবুল কাশেম, ফালান মিয়া ও একই এলাকার রফিকের ছেলে আল-আমিন, এনামুল হক, সুমন মিয়া ও মাসুদ।
রায় ঘোষণার সময় আসামি আল-আমিন ও এনামুল হক ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৭ ডিসেম্বর বিকালে জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা উত্তরপাড়া গ্রামের আক্তারুজ্জামান কাওনা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।
এ সময় বাড়ির কাছে পথে জমি নিয়ে বিরোধের জেরে আসামিরা তাকে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে তাকে উদ্ধার কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আশরাফুন্নেছা বাদী হয়ে ২৯ ডিসেম্বর ৭ জনকে আসামি করে পাকুন্দিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
পরে তদন্ত শেষে ২০১৯ সালের ৯ জুলাই আসামিদের বিরুদ্ধে আদালকে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা জেলা সিআইডির সহকারি পুলিশ সুপার মো. আনিছুর রহমান।
আরও পড়ুন: চট্টগ্রামে ছুরিকাঘাতে হত্যা: ২ ছিনতাইকারীর যাবজ্জীবন কারাদণ্ড
জয়পুরহাটে হত্যা ও মাদক মামলায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
১ বছর আগে
কিশোরগঞ্জে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার
কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২০ আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউশন সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত নাজমা আক্তার (২৭) উপজেলার পূর্ব চারিপাড়া গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে।
আরও পড়ুন: নওগাঁয় বাগান থেকে প্রেমিক যুগলের লাশ উদ্ধার
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বাড়ি থেকে বের হন নাজমা। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। বিকালে আচমিতা জর্জ ইনস্টিটিউশনের পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দিলে কটিয়াদী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন নাজমা আক্তারের লাশ শনাক্ত করেন।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, নাজমা আক্তার মৃগী রোগী ছিলেন বলে স্বজনরা পুলিশকে জানিয়েছে।
তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: মেহেরপুরে বিসিক কর্মকর্তার লাশ উদ্ধার
মহেশপুরে বাওড় থেকে কৃষকের লাশ উদ্ধার
১ বছর আগে