প্রতিরক্ষা সংলাপ
হাওয়াইয়ে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ শুরু বুধবার
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ১১তম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আগামী ১১ ডিসেম্বর (বুধবার) থেকে শুরু হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন্স অ্যান্ড প্ল্যানস) ব্রিগেডিয়ার জেনারেল মো. আলিমুল আমিনের নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেবে।
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে এবং শেষ হবে ১২ ডিসেম্বর।
আরও পড়ুন: জাতীয় ঐক্য: আজ ধর্মীয় নেতাদের সঙ্গে সংলাপ করবেন প্রধান উপদেষ্টা
দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতার জন্য এই সংলাপ খুবই গুরুত্বপূর্ণ।
সংলাপে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতার বিভিন্ন দিকসহ বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা সরঞ্জাম, দুর্যোগ ব্যবস্থাপনা, শান্তিরক্ষা কার্যক্রম, প্রশিক্ষণ, যৌথ মহড়া ও কর্মশালা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হবে।
প্রতিনিধিদলে সেনা, নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
১ সপ্তাহ আগে
ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সংলাপ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ২৩-২৪ আগস্ট ঢাকায় ১০ম দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ করবে, যেখানে প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা ও ২ দেশের অভিন্ন ভারত-প্রশান্ত মহাসাগরীয় দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার ইউএনবিকে বলেন, ‘ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ ও সুরক্ষিত রাখতে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এই পারস্পরিক লক্ষ্য অর্জনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ এবং ইন্দো-প্যাসিফিক কমান্ড ঢাকায় দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ পরিচালনার জন্য ২৩ ও ২৪ আগস্ট বৈঠকে বসবে।’
তিনি বলেন, এই সংলাপে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বেসামরিক নাগরিকরা অংশ নেবেন।
আরও পড়ুন: শেখ হাসিনার নেতৃত্বে দেশের অগ্রগতির প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান অ্যান্ড্রু
দূতাবাসের মুখপাত্র বলেন, ‘তারা সামরিক শিক্ষা, প্রতিরক্ষা নিবন্ধ এবং আগামী বছরের দুর্যোগ মোকাবিলা অনুশীলন এবং বিনিময়সহ আসন্ন সামরিক মহড়া নিয়ে আলোচনা করবেন।’
তিনি বলেন, এই সংলাপ ২ দেশের প্রতিরক্ষা প্রতিষ্ঠায় একটি বিস্তৃত সম্পর্কের অংশ, যার মধ্যে রয়েছে অসংখ্য প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা।
যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশের ইন্দো-প্যাসিফিক আউটলুক সবার অভিন্ন সমৃদ্ধির জন্য একটি অবাধ, উন্মুক্ত, শান্তিপূর্ণ, সুরক্ষিত এবং অন্তর্ভুক্তিমূলক ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি ঘোষণা করায় তারা উৎসাহিত।
বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার হাস সম্প্রতি বলেছেন, উপযুক্ত সময় হলে বৈদেশিক সামরিক বিক্রয়ের মাধ্যমে বাংলাদেশকে আরও উন্নত সক্ষমতা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: ‘হাসিনা সরকারকে অস্থিতিশীল করতে’ মার্কিন পদক্ষেপ দ. এশিয়ার জন্য ইতিবাচক নয়: ওয়াশিংটনকে দিল্লি
তিনি বলেন, ‘পারস্পরিকভাবে সমাপ্ত সামরিক তথ্য চুক্তির একটি সাধারণ নিরাপত্তা, যা জিএসওএমআইএ নামে পরিচিত, এটি ঘটানোর জন্য মৌলিক।’
২০১২ সালে যৌথ ঘোষণার মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সংলাপ শুরু হয়। এরপর থেকে প্রতি বছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে পর্যায়ক্রমে সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সালের ১৭-১৮ মে হাওয়াইয়ের হোনোলুলুতে ৯ম প্রতিরক্ষা সংলাপ অনুষ্ঠিত হয়।
এই সংলাপের উদ্দেশ্য ছিল কৌশলগত সংলাপের পরিপূরক হিসেবে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতার বিষয়ে বিস্তৃত আলোচনার সুবিধা দেওয়া।
আরও পড়ুন: মাউই দাবানলে প্রাণহানিতে দুঃখ প্রকাশ করে অ্যান্টনি ব্লিঙ্কেনকে চিঠি পররাষ্ট্রমন্ত্রীর
১ বছর আগে