সিয়াও খুই
খুলনায় চীনা নাগরিকের লাশ উদ্ধার
খুলনা মহানগরী থেকে ওয়াং সিয়াও খুই (৪৪) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকালে মহানগরীর খালিশপুর চরের হাটের ভৈরব নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
নিহত ওয়াং সিয়াও খুই খুলনা নিউজপ্রিন্ট মিলের নির্মাণাধীন ৮০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের প্রকৌশলী ছিলেন।
খালিশপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নিমাই মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
চীনা প্রতিষ্ঠান সানডং সানলং সান হুই ইলেকট্রিক্যাল কোম্পানির দোভাষী তুহিন মিয়া বলেন, বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় চীনা প্রকৌশলী ওয়াং সিয়াও খুই চুল কাটার উদ্দেশ্যে বাইরে বের হন। সকালে আমাকে মোবাইল ফোনে জানানো হয় তিনি রাতে ফিরে আসেননি। এ বিষয়ে খালিশপুর থানায় একটি সাধারণ ডায়েরি করি। কিন্তু শুক্রবার (২৫ আগস্ট) পর্যন্ত তার সন্ধান মেলেনি। শনিবার সকালে কয়েকজন মিলে খোঁজাখুজি শুরু করলে ভৈরব নদে তার লাশটি ভাসমান অবস্থায় দেখা যায়। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
খুলনা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বিশ্বাস বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, খুলনার পুলিশ কমিশনার মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ তদন্ত শুরু করেছে। তাৎক্ষণিকভাবে এ মৃত্যুর কারণ জানা যায়নি বলে জানান তিনি।
আরও পড়ুন: ঢাবি হল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
সীতাকুণ্ডে বাস চাপায় অটোরিকশাচালক নিহত
১ বছর আগে