বাবা ও মেয়ে
ময়মনসিংহে ভিমরুলের কামড়ে বাবা ও মেয়ের মৃত্যু
শনিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই গ্রামে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফরিদপুরে মদ্যপানে ২ কলেজছাত্রীর মৃত্যু
নিহতরা হলেন- দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৫৫) এবং তার মেয়ে লাবিবা।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শনিবার আবুল কাশেম ৮ বছর বয়সি মেয়ে লাবিবা ও ৫ বছরের ছেলে সিফাত উল্লাহকে নিয়ে বাঁশঝাড়ে কঞ্চি কাটতে যান। এসময় বাঁশঝাড়ে বাসা বাঁধা ভীমরুল তাদের ওপর আক্রমণ করে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর বাবা ও মেয়ের মৃত্যু হয় এবং সিফাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পোড়াকান্দুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল হক মঞ্জু বলেন, ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। লাশ দাফনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: মেহেরপুরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধে দুই জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত আটক
২ মাস আগে
চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু, আহত ২
চট্টগ্রাম মহানগরীতে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। রবিবার (২৭ আগস্ট) সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে পাচঁলাইশ থানার ষোলশহর এলাকার আই ডব্লিউ কলোনিতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কলোনির বাসিন্দা কালা মিয়ার ছেলে মো. সোহেল (৩৫) ও তার মেয়েশিশু বিবি জান্নাত (৭)।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরে আলম আশিক জানান, সকাল ৭টা ৩৫ মিনিটের দিকে পাহাড় ধসে আহত ২ জনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঢাকা থেকে অপহৃত কিশোরের লাশ চট্টগ্রামে উদ্ধার
এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল থেকে জানা যায়, সকালে নগরীর পাঁচলাইশ এলাকায় একটি কলোনিতে পাহাড় ধসের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধার টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চালায়।
একটি বসত ঘরে ঘুমন্ত সদস্যদের উপর পাহাড় ধসে পড়ে। এতে আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে বাস ধাক্কায় গৃহবধূ নিহত
১ বছর আগে