আব্দুল কুদ্দুস
রেবেকা মমিন ও আব্দুল কুদ্দুসের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব গৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রেবেকা মমিন ও এম আব্দুল কুদ্দুস সব সময় মানুষের কল্যাণে কাজ করেছেন।
সংসদে নাটোর-৪ থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এম আবদুল কুদ্দুস এবং নেত্রকোনা-৪ রেবেকা মমিনের মৃত্যুতে শোক প্রস্তাবে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী রাজনীতিবিদ হিসেবে তাদের ভূমিকার কথা স্মরণ করেন।
শেখ হাসিনা বলেন, এটা খুবই দুঃখজনক যে শোক প্রস্তাব দিয়ে আমাদের সংসদের অধিবেশন শুরু করতে হয়েছে। ভেবেছিলাম এবারের ব্যতিক্রম হতে পারে। কিন্তু তা হয়নি।
তিনি বলেন, এই সংসদের প্রায় ২৮ জন সদস্য মারা গেছেন যাদের মধ্যে ২৬ জন আওয়ামী লীগের।
আরও পড়ুন: পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডেনের সরকার আইনি ব্যবস্থা নিয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
আব্দুল কুদ্দুস সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্র। তিনি ছাত্রলীগের সদস্য ছিলেন। তিনি খুব সাহসী ছিলেন। নাটোর ছিল আতঙ্কের জায়গা। সেখানে তিনি বারবার নির্বাচিত হয়েছেন। তিনি খুব জনপ্রিয় ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, রেবেকা মমিনকে তিনি ছাত্রজীবন থেকেই চিনতেন।
প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ যে রাজনীতি করে তা জনগণের কল্যাণের জন্য। সরকার গঠনের পর থেকেই দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমাদের উন্নয়ন তৃণমূল পর্যায়ে পৌঁছেছে। এটা সম্ভব হয়েছে কারণ সংসদ সদস্যরা তাদের দায়িত্ব অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পালন করছেন।
সরকারের উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে পেরেছি। বাংলাদেশকে আরও উন্নতি করতে হবে।
তিনি সকল সংসদ সদস্যকে নিষ্ঠার সঙ্গে এলাকার মানুষের সেবা করার আহ্বান জানান।
তিনি বলেন, মানুষের সেবা করাই সবচেয়ে বড় প্রাপ্তি, এর চেয়ে বড় কিছু নেই। রাজনৈতিক নেতাদের জন্য এটাই সবচেয়ে বেশি প্রয়োজন।
এছাড়া, মুক্তিযোদ্ধা সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহের সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, সাবেক এমপি অধ্যাপক পান্না কায়সার এবং সাবেক এমপি মোহাম্মদ উল্লার মৃত্যুতে সংসদ শোকপ্রকাশ করা হয়।
সংসদ মুক্তিযোদ্ধা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান, একুশে পদক বিজয়ী কবি মোহাম্মদ রফিক, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপির স্ত্রী কামরুন্নেসা আশরাফ দিনা, কাজী নাবিল আহমেদ এমপির বাবা ও অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ, কানিজ ফাতেমা আহমেদ এমপির বাবা কামাল উদ্দিন আহমেদ খান এবং স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কৃষিবিদ কাজী ড.এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক প্রকাশ করে।
শোক প্রস্তাবে বক্তব্য রাখেন- উপনেতা বেগম মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওশিকা আয়েশা খান, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম শিমুল, আশরাফ আলী খান খসরু, আব্দুল আজিজ, মসিউর রহমান রাঙ্গা প্রমুখ।
অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদে প্রস্তাবটি উত্থাপন করলে তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন আওয়ামী লীগের সংসদ সদস্য রুহুল আমিন মাদানী।
পরে বর্তমান সংসদের চলমান সংসদ সদস্যদের মৃত্যুর কারণে প্রথা অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।
আরও পড়ুন: মামলাজট কমাতে সংসদে অধিগ্রহণ ও প্রজাস্বত্ব (সংশোধন) বিল পাস
জাতীয় সংসদে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ অথরিটি বিল পাস
১ বছর আগে
সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৩০ আগস্ট) এক শোক বার্তায় তিনি বলেন, আব্দুল কুদ্দুস বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।
আরও পড়ুন: সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
প্রধানমন্ত্রী বলেন, সারাজীবন তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের মূল্যবোধের প্রতি অবিচল থেকে তার সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
আব্দুল কুদ্দুস তার নির্বাচনী এলাকার পাশাপাশি পুরো নাটোর জেলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বলে জানান শেখ হাসিনা।
তিনি আরও বলেন, এই বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যের মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি এবং আমি একজন বিশ্বস্ত রাজনৈতিক সহচরকে হারালাম।
শোকবার্তায় আরও বলা হয়, এই বীর মুক্তিযোদ্ধা ও সংসদ সদস্যের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো এবং প্রধানমন্ত্রী তার একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে হারালেন।
প্রধানমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
আরও পড়ুন: বিশিষ্ট ক্রীড়া সংগঠক কাজী শাহেদ আহমেদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক
সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক
১ বছর আগে
নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস আর নেই
নাটোর-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। বুধবার (৩০ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।
আরও পড়ুন: অধ্যাপক পান্না কায়সার আর নেই
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ৫ বার নাটোর-৪ আসন থেকে সংসদ সদস্য (এমপি) নির্বচিত হন।
এর আগে শনিবার আওয়ামী লীগের এই নেতা অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় আনা হয়। তিনি শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।
নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানান, আওয়ামী লীগের নাটোর জেলা শাখার সভাপতি কুদ্দুস ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। যেখানে সকাল ৭টা ২২ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন: জেমকন গ্রুপের চেয়ারম্যান কাজী শাহেদ আর নেই
কবি মোহাম্মদ রফিক আর নেই
১ বছর আগে